প্রতিনিধি
ভূঞাপুর (টাঙ্গাইল): ঈদের ছুটি শেষে ছোট যানবাহনে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছে মানুষ। আজ বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এবং উপজেলার বিভিন্ন বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছেন তাঁরা।
আজ দুপুরে ভূঞাপুর বাসটার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীদের উপচে পড়া ভিড়। অধিকাংশই গার্মেন্টস কর্মী ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকা যাচ্ছেন। যানবাহন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তাঁরা। বাস, সিএনজি অটোরিকশা ও ট্রাকযোগে যেতে চাইলেও গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি ভাড়া। ট্রাকে চন্দ্রা পর্যন্ত যেতে জনপ্রতি ১৫০ বাসে ৩০০ ও সিএনজিতে ৪০০ টাকা ভাড়া গুনতে হচ্ছে। যেখানে চন্দ্রা পর্যন্ত নির্ধারিত বাসভাড়া ১২০ টাকা বলে জানান চালকরা।
একাধিক যাত্রীর সাথে কথা বললে তাঁরা জানান, ছুটি শেষ। অফিসে যেতে হবে। না হলে চাকরি থাকবে না। ভাড়া বেশি, কষ্ট হলেও যে কোনো উপায়ে যেতে হচ্ছে। কিছুই করার নেই।
এদিকে চালকরা জানান, যাত্রী নিয়ে গেলেও ফেরার সময় খালি ফিরতে হয়। স্টাফদের বেতন ও তেল খরচ তো তুলতে হবে, তাই ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে।
বেশি ভাড়া আদায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ভূঞাপুর থানা ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, পুলিশ বাসস্ট্যান্ড এলাকায় টহল দিচ্ছে। এ রকম কিছু হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।
ভূঞাপুর (টাঙ্গাইল): ঈদের ছুটি শেষে ছোট যানবাহনে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছে মানুষ। আজ বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এবং উপজেলার বিভিন্ন বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছেন তাঁরা।
আজ দুপুরে ভূঞাপুর বাসটার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীদের উপচে পড়া ভিড়। অধিকাংশই গার্মেন্টস কর্মী ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকা যাচ্ছেন। যানবাহন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তাঁরা। বাস, সিএনজি অটোরিকশা ও ট্রাকযোগে যেতে চাইলেও গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি ভাড়া। ট্রাকে চন্দ্রা পর্যন্ত যেতে জনপ্রতি ১৫০ বাসে ৩০০ ও সিএনজিতে ৪০০ টাকা ভাড়া গুনতে হচ্ছে। যেখানে চন্দ্রা পর্যন্ত নির্ধারিত বাসভাড়া ১২০ টাকা বলে জানান চালকরা।
একাধিক যাত্রীর সাথে কথা বললে তাঁরা জানান, ছুটি শেষ। অফিসে যেতে হবে। না হলে চাকরি থাকবে না। ভাড়া বেশি, কষ্ট হলেও যে কোনো উপায়ে যেতে হচ্ছে। কিছুই করার নেই।
এদিকে চালকরা জানান, যাত্রী নিয়ে গেলেও ফেরার সময় খালি ফিরতে হয়। স্টাফদের বেতন ও তেল খরচ তো তুলতে হবে, তাই ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে।
বেশি ভাড়া আদায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ভূঞাপুর থানা ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, পুলিশ বাসস্ট্যান্ড এলাকায় টহল দিচ্ছে। এ রকম কিছু হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৪ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে