Ajker Patrika

সিঙ্গাইরে ৭ বিদ্রোহীকে আ.লীগ থেকে বহিষ্কার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২০: ৪৯
সিঙ্গাইরে ৭ বিদ্রোহীকে আ.লীগ থেকে বহিষ্কার

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি সাংবাদিকদের জানান। 

বহিষ্কৃত নেতারা সিঙ্গাইরের বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ উপজেলার ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ ১১ নভেম্বর। 

বহিষ্কৃত নেতারা হলেন সিঙ্গাইর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বলধরা ইউপির স্বতন্ত্র প্রার্থী মো. ওবায়দুর রহমান, চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামির্ত্তা ইউপির চেয়ারম্যা প্রার্থী আবুল হোসেন, জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপির চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন ফকির, অলি আহমদ মোল্লা, জামসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিঠু এবং শায়েস্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক তাঁদের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে, যা আজ থেকে কার্যকর হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত