Ajker Patrika

হত্যা মামলায় ব্লগার নাফিজ ৩ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার নাফিজ ফুয়াদ ইশান নামে এক ব্লগারকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

তবে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা শুনে তিনি আদালতে বিস্ময় প্রকাশ করেন। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রিমান্ড শুনানের সময় তিনি বলেন, ‘আমি জানি আমাকে সাইবার অপরাধে আটক করা হয়েছে। এখন দেখি হত্যা মামলা। আমি কবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম? এ মামলা কোথা থেকে এলো? আমি তো হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানিনা।’

নাফিজ ফুয়াদ ইশানকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করেন পল্টন মডেল থানার পুলিশের এসআই তন্ময় কুমার বিশ্বাস। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, পুলিশ হত্যা, মেট্রোরেলসহ বিভিন্ন বিষয় নিয়ে এ আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। তা নিয়ে তার বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে।

আগের দিন রাতে তাকে রাজধানী থেকে আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতা কর্মী আহত হন। যুবদল নেতা শামীম মারা যান।

এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত