Ajker Patrika

ড. ইউনূসের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে করা মামলা হাইকোর্টে স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২২: ২৭
ড. ইউনূসের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে করা মামলা হাইকোর্টে স্থগিত 

বকেয়া পাওনা দাবি করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ সাত জনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ মামলার বৈধতা নিয়ে রুলও জারি করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ সাতজনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে ২০২১ সালে মামলাটি দায়ের করা হয়। গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা।

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, গোলাম মোস্তফা শ্রমিক না হয়েও অবসরের পর শ্রম আদালতে মামলা করেছেন। এটি করতে হলে দেওয়ানী আদালতে যেতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা মামলাটি বাতিল চেয়ে রংপুর আদালতে আবেদন করেছিলাম। সেটি খারিজ হলে হাইকোর্টে রিট করি।’ হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছেন। আর আগামী ২২ মে রুল শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত