Ajker Patrika

পথচারীর পকেটে ইয়াবা ভরে আসামি বানাতে গিয়ে নিজেই আসামি, তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পথচারীর পকেটে ইয়াবা ভরে আসামি বানাতে গিয়ে নিজেই আসামি, তিনজন রিমান্ডে

পথচারীর পকেটে মাদক দিয়ে তাকে মামলার আসামি বানাতে গিয়ে ধরা পড়া পল্লবী থানার এএসআই মাহাবুবুল আলম নিজেই আসামি হয়ে দুই সোর্সসহ এখন রিমান্ডে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মাহবুব আলমের দুই সোর্স হলেন রুবেল ও সোহেল রানা। ঢাকার ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন সাত দিনের রিমান্ডের আবেদনসহ তিনজনকে আদালতে পাঠান। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, পল্লবী থানার এসআই মাহবুবুল আলম তাঁর দুই সোর্সসহ একজন পথচারীকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন। পুলিশের এই এএসআই এভাবেই মানুষকে হয়রানি করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার সঙ্গে আরও কোনো পুলিশ কর্মকর্তা বা অন্য কেউ জড়িত আছেন কিনা তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার সূত্রে জানা যায়, পথচারীর নাম খলিলুর রহমান। গত মঙ্গলবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি রাস্তায় খলিলুর রহমানের পথ রোধ করে পল্লবী থানার সাদা পোশাকধারী এএসআই মাহবুবুল আলম একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলের পকেটে পুরে দেন। তারপর উল্টো তাকেই মারধর করতে করতে একটি অটো রিকশায় তুলে নেন। কিছুক্ষণ পর পুলিশ মাহবুবুল আলম জানান, তারা খলিলুর রহমান নামে একজন চিহ্নিত মাদক কারবারিকে ধরেছেন। যার কাছে ১৩৫ পিস ইয়াবা পাওয়া গেছে।

কিন্তু আশেপাশে থাকা একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে ঘটনাটি। সেখানে দেখা যায় পথচারী খলিলুর রহমান নির্দোষ। তাকে হয়রানি করার জন্য ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে চেয়েছিলেন এএসআই মাহবুবুল আলম। 

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এএসআই মাহবুবুল আলমকে প্রত্যাহার করা হয়। পরে তাকে আটক করে ১৩৫ পিস ইয়াবার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সঙ্গে তার দুই সোর্স কেউ এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত