Ajker Patrika

উত্তরায় বহুতল ভবন থেকে পড়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২২: ৪২
উত্তরায় বহুতল ভবন থেকে পড়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

রাজধানীর উত্তরায় বহুতল ভবন থেকে পড়ে ইউনুছ আলী (৬০) নামের একজন নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উত্তরা ১৪ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কের ৯৩ নম্বর বাড়ির বহুতল ভবন এ ঘটনা ঘটে।

ইউনুছ আলী নারায়ণগঞ্জে জেলার বন্দর উপজেলার সোনাপাড়া গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে। বর্তমানে সিটি লভিস্টিক কোম্পানির নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাড়িতে কর্মরত ছিলেন।

ভবনটির লোকজন জানান, এখানে দুই মাস ধরে কর্মরত ছিলেন ইউনুছ আলী। আজ বিকেলে ছাদের পানির কল ঠিক করতে তিনি ওপরে ওঠেন। এ সময় একটি রুমের টিনের ছাদে পা রাখলে টিন ভেঙে নিচে পড়ে গিয়ে মারা যান। 

এদিকে নিহতের পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ করলেও পরে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার সার্ভিস ডেলিভারি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাউদ হোসাইন আজকের পত্রিকাকে জানান, নিহতের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএসআই দাউদ হোসাইন বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে জসিম বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। সেটি অপমৃত্যু মামলা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত