নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মধ্যপ্রাচ্যসহ বিদেশে ‘নিরাপদ নারী অভিবাসন’ নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ-সিডব্লিউসিএসের সভাপতি অধ্যাপক ইশরাত শারমিন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সিডব্লিউসিএস, মানুষের জন্য ফাউন্ডেশন ও কানাডার উদ্যোগে নারী অভিবাসী শ্রমিকের অধিকারবিষয়ক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইশরাত শারমিন বলেন, মধ্যপ্রাচ্যসহ যেসব দেশে নারী কর্মী পাঠানোর বিষয়ে সরকার চুক্তি করছে, সেগুলোর বিষয়ে আরও সতর্ক হতে হবে। চুক্তি করার সময়ই অভিবাসী নারী কর্মীদের সাপ্তাহিক ও বাৎসরিক ছুটির বিষয়টি যাতে উল্লেখ থাকে, সেটি নিশ্চিত করতে হবে। তাঁদের বেতন, স্বাস্থ্যসেবা ও খাবারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উল্লেখ করে চুক্তি করতে হবে। দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে তাদের আইনি কাঠামোর মধ্যে এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘আমরা বিমানবন্দর পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা জানায়, বিদেশফেরত অনেক নারী কর্মী এতটাই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত যে তারা বিমানবন্দরে কারও কাছে আসতে চায় না। এদের কাউনসেলিং করতে হবে। এই নারী কর্মীরা টাকা বেশি আনলেও সমস্যা, আবার কম আনলেও সমস্যা। তাঁদের অপবাদ দেওয়া হয়। আমরা ১৬টি কমিউনিটিতে এ ব্যাপারে কাউনসেলিং করেছি। আমাদের সমাজেও অনেকে আছেন, যাঁরা এসব নারী অভিবাসী শ্রমিক সম্পর্কে অনেক নেতিবাচক কথা বলেন। এ ক্ষেত্রে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
সভায় গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডব্লিউসিএসের নির্বাহী সদস্য অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘আমরা নারী অভিবাসী কর্মীদের বিষয়ে ১৫টি সংবাদপত্র এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরের তথ্য নিয়ে কাজ করেছি। এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৯৯ হাজার ৬৮৪ জন নারী অভিবাসী কর্মী হিসেবে গেছেন। নারী শ্রমিকদের ৬৬ শতাংশ সৌদি আরবে কাজ করতে যাচ্ছেন। কিন্তু সেখানে নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন তাঁরা।’
যেসব নারী কর্মীর মরদেহ আসছে, প্রত্যেকের মৃত্যুর কারণ অনুসন্ধান করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি লাশের ময়নাতদন্ত করতে হবে। কারণ আমরা দেখেছি, হার্ট অ্যাটাকের কথা বললেও তাঁদের শরীরে নির্যাতনের চিহ্ন আছে। ধর্ষণের শিকার কোনো অভিবাসী কর্মী সন্তান নিয়ে ফেরত এলে ওই সন্তানের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। ফিরে আসা নারী কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রবাসী কল্যাণ ব্যাংককে আরও প্রবাসীবান্ধব করতে হবে। অভিবাসন নিয়ে দ্রুত আইনের সংশোধনী পাস করা হোক সেটা আমরা চাই।’
নিরাপদ অভিবাসনের জন্য আরও কয়েকটি পরামর্শ দেন অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন। এর মধ্যে উল্লেখযোগ্য, অর্থনীতিতে নারীদের কাজের স্বীকৃতি প্রদান। সরকার যে পুনর্বাসন কৌশল নিয়েছে সেটা দ্রুত পাস করা, দক্ষ শ্রমিক পাঠানোর পরিকল্পনা বাস্তবায়ন, গৃহকর্মীদের কাজকেও স্বীকৃতির মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে অন্তর্ভুক্ত করা, ইউনিয়ন পরিষদে অভিবাসন কমিটি করা ও তথ্য দেওয়ার ব্যবস্থা, নারী কর্মীদের বিদেশে যাওয়ার খরচ শূন্যে নামিয়ে আনা, যাঁরা ফেরত আসছেন তাঁদের তথ্য সংযুক্ত করা, ট্রাভেল ভিসায় যাতে না যান, সেটা নিশ্চিত করা ও ১১ লাখ নারী কর্মীর জন্য আলাদা প্রজেক্ট যাতে নেওয়া হয়।
সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম সমন্বয়ক মহুয়া লিয়া ফালিয়া, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুনসহ অন্যরা।
মধ্যপ্রাচ্যসহ বিদেশে ‘নিরাপদ নারী অভিবাসন’ নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ-সিডব্লিউসিএসের সভাপতি অধ্যাপক ইশরাত শারমিন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সিডব্লিউসিএস, মানুষের জন্য ফাউন্ডেশন ও কানাডার উদ্যোগে নারী অভিবাসী শ্রমিকের অধিকারবিষয়ক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইশরাত শারমিন বলেন, মধ্যপ্রাচ্যসহ যেসব দেশে নারী কর্মী পাঠানোর বিষয়ে সরকার চুক্তি করছে, সেগুলোর বিষয়ে আরও সতর্ক হতে হবে। চুক্তি করার সময়ই অভিবাসী নারী কর্মীদের সাপ্তাহিক ও বাৎসরিক ছুটির বিষয়টি যাতে উল্লেখ থাকে, সেটি নিশ্চিত করতে হবে। তাঁদের বেতন, স্বাস্থ্যসেবা ও খাবারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উল্লেখ করে চুক্তি করতে হবে। দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে তাদের আইনি কাঠামোর মধ্যে এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘আমরা বিমানবন্দর পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা জানায়, বিদেশফেরত অনেক নারী কর্মী এতটাই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত যে তারা বিমানবন্দরে কারও কাছে আসতে চায় না। এদের কাউনসেলিং করতে হবে। এই নারী কর্মীরা টাকা বেশি আনলেও সমস্যা, আবার কম আনলেও সমস্যা। তাঁদের অপবাদ দেওয়া হয়। আমরা ১৬টি কমিউনিটিতে এ ব্যাপারে কাউনসেলিং করেছি। আমাদের সমাজেও অনেকে আছেন, যাঁরা এসব নারী অভিবাসী শ্রমিক সম্পর্কে অনেক নেতিবাচক কথা বলেন। এ ক্ষেত্রে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
সভায় গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডব্লিউসিএসের নির্বাহী সদস্য অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘আমরা নারী অভিবাসী কর্মীদের বিষয়ে ১৫টি সংবাদপত্র এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরের তথ্য নিয়ে কাজ করেছি। এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৯৯ হাজার ৬৮৪ জন নারী অভিবাসী কর্মী হিসেবে গেছেন। নারী শ্রমিকদের ৬৬ শতাংশ সৌদি আরবে কাজ করতে যাচ্ছেন। কিন্তু সেখানে নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন তাঁরা।’
যেসব নারী কর্মীর মরদেহ আসছে, প্রত্যেকের মৃত্যুর কারণ অনুসন্ধান করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি লাশের ময়নাতদন্ত করতে হবে। কারণ আমরা দেখেছি, হার্ট অ্যাটাকের কথা বললেও তাঁদের শরীরে নির্যাতনের চিহ্ন আছে। ধর্ষণের শিকার কোনো অভিবাসী কর্মী সন্তান নিয়ে ফেরত এলে ওই সন্তানের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। ফিরে আসা নারী কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রবাসী কল্যাণ ব্যাংককে আরও প্রবাসীবান্ধব করতে হবে। অভিবাসন নিয়ে দ্রুত আইনের সংশোধনী পাস করা হোক সেটা আমরা চাই।’
নিরাপদ অভিবাসনের জন্য আরও কয়েকটি পরামর্শ দেন অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন। এর মধ্যে উল্লেখযোগ্য, অর্থনীতিতে নারীদের কাজের স্বীকৃতি প্রদান। সরকার যে পুনর্বাসন কৌশল নিয়েছে সেটা দ্রুত পাস করা, দক্ষ শ্রমিক পাঠানোর পরিকল্পনা বাস্তবায়ন, গৃহকর্মীদের কাজকেও স্বীকৃতির মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে অন্তর্ভুক্ত করা, ইউনিয়ন পরিষদে অভিবাসন কমিটি করা ও তথ্য দেওয়ার ব্যবস্থা, নারী কর্মীদের বিদেশে যাওয়ার খরচ শূন্যে নামিয়ে আনা, যাঁরা ফেরত আসছেন তাঁদের তথ্য সংযুক্ত করা, ট্রাভেল ভিসায় যাতে না যান, সেটা নিশ্চিত করা ও ১১ লাখ নারী কর্মীর জন্য আলাদা প্রজেক্ট যাতে নেওয়া হয়।
সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম সমন্বয়ক মহুয়া লিয়া ফালিয়া, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুনসহ অন্যরা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৭ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে