প্রতিনিধি, সাভার
শোক দিবসের অনুষ্ঠানে নেতাকর্মীদের চাপে কমিউনিটি সেন্টারের কাচের দরজা ভেঙে আহত হয়েছেন আশুলিয়ার পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান। স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। তাঁর গুরুতর নয় বলে জানা গেছে।
রোববার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ছয় জন জখম হয়েছেন।
আহত চেয়ারম্যানকে উদ্ধার করে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল (কেপিজে) হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আরও ৪/৫ জন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভাঙা কাঁচের আঘাতে তাঁদের অনেকের হাত–পায়ের বিভিন্ন অংশে কেটে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে উপস্থিত হন প্রতিমন্ত্রী ডা. এনাম। দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রতিমন্ত্রী কমিউনিটি সেন্টার থেকে বের হওয়ার সময় নেতাকর্মীর চাপে কমিউনিটি সেন্টারের প্রবেশদ্বারের থাই গ্লাস ভেঙে যায়। এ সময় চেয়ারম্যান পারভেজসহ অন্তত ছয় জন আহত হন।
এ ব্যাপারে জানতে চেয়ারম্যানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করেন তাঁর ভাগিনা থানা আওয়ামী লীগের সদস্য আব্দুল হালিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্লাস ভেঙে মামার হাত ও পা কেটে গেছে। তাঁকে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। আর কারা আহত হয়েছেন আমরা খেয়াল করতে পারিনি। তবে চেয়ারম্যান আশঙ্কামুক্ত।
এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাভারের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম। তিনি অবশ্য অক্ষত রয়েছেন।
শোক দিবসের অনুষ্ঠানে নেতাকর্মীদের চাপে কমিউনিটি সেন্টারের কাচের দরজা ভেঙে আহত হয়েছেন আশুলিয়ার পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান। স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। তাঁর গুরুতর নয় বলে জানা গেছে।
রোববার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ছয় জন জখম হয়েছেন।
আহত চেয়ারম্যানকে উদ্ধার করে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল (কেপিজে) হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আরও ৪/৫ জন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভাঙা কাঁচের আঘাতে তাঁদের অনেকের হাত–পায়ের বিভিন্ন অংশে কেটে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে উপস্থিত হন প্রতিমন্ত্রী ডা. এনাম। দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রতিমন্ত্রী কমিউনিটি সেন্টার থেকে বের হওয়ার সময় নেতাকর্মীর চাপে কমিউনিটি সেন্টারের প্রবেশদ্বারের থাই গ্লাস ভেঙে যায়। এ সময় চেয়ারম্যান পারভেজসহ অন্তত ছয় জন আহত হন।
এ ব্যাপারে জানতে চেয়ারম্যানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করেন তাঁর ভাগিনা থানা আওয়ামী লীগের সদস্য আব্দুল হালিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্লাস ভেঙে মামার হাত ও পা কেটে গেছে। তাঁকে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। আর কারা আহত হয়েছেন আমরা খেয়াল করতে পারিনি। তবে চেয়ারম্যান আশঙ্কামুক্ত।
এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাভারের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম। তিনি অবশ্য অক্ষত রয়েছেন।
ক্লাসে কালো বোরকা পরা শিক্ষার্থীদের ‘কালো কাকের’ সঙ্গে তুলনা করার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে গত বুধবার মাস্টার্সের ‘বি’ গ্রুপের শিক্ষার্থীরা বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
২ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে বনের জমি দখল করে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করে স্থানীয় একটি চক্র। শনিবার সকালে অবৈধ স্থাপনার ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে নারীসহ দুজনকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ওই দুজনকে উদ্ধার করে
৫ মিনিট আগেসোনারগাঁয়ে বিদেশি রিভলবারসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর টোল প্লাজায় গাড়ি তল্লাশির সময় মোটরসাইকেলসহ ওই যুবককে আটক করা হয়।
১৬ মিনিট আগেচুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে চলা অতি তীব্র তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি। আজ শনিবার বেলা ৩টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা। একই সময়ে বাতাসের আর্দ্রতা ২৩ শতাংশে নেমে আসায় গরমের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে।
১৭ মিনিট আগে