Ajker Patrika

সেই কৃষক লীগ নেতার বাড়ির রাস্তার ইট তুলে নিল ঠিকাদার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৪৬
সেই কৃষক লীগ নেতার বাড়ির রাস্তার ইট তুলে নিল ঠিকাদার

গাজীপুরের শ্রীপুরে কৃষক লীগ নেতার বাড়ির পাশে সরকারি টাকায় নির্মিত রাস্তা থেকে অবশেষে ইট তুলে নিল ঠিকাদার। 

আজ শুক্রবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কৃষক লীগ নেতা সূর্যত আলীর বাড়ির পাশে নির্মিত তিনটি রাস্তার ইট তুলে নেয়।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সরকারি খরচে নেতার বাড়ির জন্য তিনটি রাস্তা নির্মাণের খবর দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।  এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। 

শিমুলতলী গ্রামের স্বঘোষিত কৃষক লীগ নেতা সূর্যত আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাকা রাস্তাসংলগ্ন তাঁর বাড়ির দুপাশে তিনটি ইট বিছানো রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকায় এভাবে রাস্তা নির্মাণ করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। 

জানা গেছে, সূর্যত আলী উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। তবে সূর্যত আলী নিজেকে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি দাবি করলেও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তা অস্বীকার করেছেন।

স্থানীয়রা জানান, এলাকায় বহু জনগুরুত্বপূর্ণ রাস্তা থাকার পরও ওই নেতা তাঁর বাড়ির পাশে তিনটি রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকা নয়-ছয় করে তিনটি রাস্তা নির্মাণের খবর সংবাদমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। 

এ ব্যাপারে সূর্যত আলী বলেন, ‘আমি সরকারিভাবে রাস্তা পেয়েছিলাম। ঠিকাদার আমার রাস্তার ইট তুলে নিয়েছে। আমি অনেক অনুরোধ করার পরও শুনল না।’

শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রফিকুল আহসান বলেন, ‘বিধি মোতাবেক সরকারি রাস্তা নির্মাণ করা হয়ে থাকে। প্রকল্পভুক্ত এলাকার বাইরে রাস্তা থেকে ইট তুলে নেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সেই অনুযায়ী ঠিকাদার ব্যবস্থা নিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত