গাজীপুরের শ্রীপুরে কৃষক লীগ নেতার বাড়ির পাশে সরকারি টাকায় নির্মিত রাস্তা থেকে অবশেষে ইট তুলে নিল ঠিকাদার।
আজ শুক্রবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কৃষক লীগ নেতা সূর্যত আলীর বাড়ির পাশে নির্মিত তিনটি রাস্তার ইট তুলে নেয়।
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সরকারি খরচে নেতার বাড়ির জন্য তিনটি রাস্তা নির্মাণের খবর দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে।
শিমুলতলী গ্রামের স্বঘোষিত কৃষক লীগ নেতা সূর্যত আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাকা রাস্তাসংলগ্ন তাঁর বাড়ির দুপাশে তিনটি ইট বিছানো রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকায় এভাবে রাস্তা নির্মাণ করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
জানা গেছে, সূর্যত আলী উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। তবে সূর্যত আলী নিজেকে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি দাবি করলেও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তা অস্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, এলাকায় বহু জনগুরুত্বপূর্ণ রাস্তা থাকার পরও ওই নেতা তাঁর বাড়ির পাশে তিনটি রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকা নয়-ছয় করে তিনটি রাস্তা নির্মাণের খবর সংবাদমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ ব্যাপারে সূর্যত আলী বলেন, ‘আমি সরকারিভাবে রাস্তা পেয়েছিলাম। ঠিকাদার আমার রাস্তার ইট তুলে নিয়েছে। আমি অনেক অনুরোধ করার পরও শুনল না।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রফিকুল আহসান বলেন, ‘বিধি মোতাবেক সরকারি রাস্তা নির্মাণ করা হয়ে থাকে। প্রকল্পভুক্ত এলাকার বাইরে রাস্তা থেকে ইট তুলে নেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সেই অনুযায়ী ঠিকাদার ব্যবস্থা নিয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে কৃষক লীগ নেতার বাড়ির পাশে সরকারি টাকায় নির্মিত রাস্তা থেকে অবশেষে ইট তুলে নিল ঠিকাদার।
আজ শুক্রবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কৃষক লীগ নেতা সূর্যত আলীর বাড়ির পাশে নির্মিত তিনটি রাস্তার ইট তুলে নেয়।
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সরকারি খরচে নেতার বাড়ির জন্য তিনটি রাস্তা নির্মাণের খবর দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে।
শিমুলতলী গ্রামের স্বঘোষিত কৃষক লীগ নেতা সূর্যত আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাকা রাস্তাসংলগ্ন তাঁর বাড়ির দুপাশে তিনটি ইট বিছানো রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকায় এভাবে রাস্তা নির্মাণ করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
জানা গেছে, সূর্যত আলী উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। তবে সূর্যত আলী নিজেকে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি দাবি করলেও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তা অস্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, এলাকায় বহু জনগুরুত্বপূর্ণ রাস্তা থাকার পরও ওই নেতা তাঁর বাড়ির পাশে তিনটি রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকা নয়-ছয় করে তিনটি রাস্তা নির্মাণের খবর সংবাদমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ ব্যাপারে সূর্যত আলী বলেন, ‘আমি সরকারিভাবে রাস্তা পেয়েছিলাম। ঠিকাদার আমার রাস্তার ইট তুলে নিয়েছে। আমি অনেক অনুরোধ করার পরও শুনল না।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রফিকুল আহসান বলেন, ‘বিধি মোতাবেক সরকারি রাস্তা নির্মাণ করা হয়ে থাকে। প্রকল্পভুক্ত এলাকার বাইরে রাস্তা থেকে ইট তুলে নেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সেই অনুযায়ী ঠিকাদার ব্যবস্থা নিয়েছে।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অনুদানের আওতায় পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত “সি” ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৯২ জন আহত জুলাই যোদ্ধার হাতে ১ লাখ টাকা করে মোট ৯২ লাখ টাকার...
২ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। সোমবার (১২ মে) রাত ৯টার দিকে ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
১৩ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামে গণেশ পূজার মণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে। রোববার (১১ মে) দিবাগত মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্রীবাস দাস (৩২), নয়ন দাশ (১৮) ও মমতা দাশ (৩০)।
১৬ মিনিট আগেনাশকতার মামলায় নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকেলে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে