গাজীপুরের শ্রীপুরে কৃষক লীগ নেতার বাড়ির পাশে সরকারি টাকায় নির্মিত রাস্তা থেকে অবশেষে ইট তুলে নিল ঠিকাদার।
আজ শুক্রবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কৃষক লীগ নেতা সূর্যত আলীর বাড়ির পাশে নির্মিত তিনটি রাস্তার ইট তুলে নেয়।
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সরকারি খরচে নেতার বাড়ির জন্য তিনটি রাস্তা নির্মাণের খবর দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে।
শিমুলতলী গ্রামের স্বঘোষিত কৃষক লীগ নেতা সূর্যত আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাকা রাস্তাসংলগ্ন তাঁর বাড়ির দুপাশে তিনটি ইট বিছানো রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকায় এভাবে রাস্তা নির্মাণ করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
জানা গেছে, সূর্যত আলী উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। তবে সূর্যত আলী নিজেকে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি দাবি করলেও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তা অস্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, এলাকায় বহু জনগুরুত্বপূর্ণ রাস্তা থাকার পরও ওই নেতা তাঁর বাড়ির পাশে তিনটি রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকা নয়-ছয় করে তিনটি রাস্তা নির্মাণের খবর সংবাদমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ ব্যাপারে সূর্যত আলী বলেন, ‘আমি সরকারিভাবে রাস্তা পেয়েছিলাম। ঠিকাদার আমার রাস্তার ইট তুলে নিয়েছে। আমি অনেক অনুরোধ করার পরও শুনল না।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রফিকুল আহসান বলেন, ‘বিধি মোতাবেক সরকারি রাস্তা নির্মাণ করা হয়ে থাকে। প্রকল্পভুক্ত এলাকার বাইরে রাস্তা থেকে ইট তুলে নেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সেই অনুযায়ী ঠিকাদার ব্যবস্থা নিয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে কৃষক লীগ নেতার বাড়ির পাশে সরকারি টাকায় নির্মিত রাস্তা থেকে অবশেষে ইট তুলে নিল ঠিকাদার।
আজ শুক্রবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কৃষক লীগ নেতা সূর্যত আলীর বাড়ির পাশে নির্মিত তিনটি রাস্তার ইট তুলে নেয়।
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সরকারি খরচে নেতার বাড়ির জন্য তিনটি রাস্তা নির্মাণের খবর দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে।
শিমুলতলী গ্রামের স্বঘোষিত কৃষক লীগ নেতা সূর্যত আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাকা রাস্তাসংলগ্ন তাঁর বাড়ির দুপাশে তিনটি ইট বিছানো রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকায় এভাবে রাস্তা নির্মাণ করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
জানা গেছে, সূর্যত আলী উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। তবে সূর্যত আলী নিজেকে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি দাবি করলেও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তা অস্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, এলাকায় বহু জনগুরুত্বপূর্ণ রাস্তা থাকার পরও ওই নেতা তাঁর বাড়ির পাশে তিনটি রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকা নয়-ছয় করে তিনটি রাস্তা নির্মাণের খবর সংবাদমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ ব্যাপারে সূর্যত আলী বলেন, ‘আমি সরকারিভাবে রাস্তা পেয়েছিলাম। ঠিকাদার আমার রাস্তার ইট তুলে নিয়েছে। আমি অনেক অনুরোধ করার পরও শুনল না।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রফিকুল আহসান বলেন, ‘বিধি মোতাবেক সরকারি রাস্তা নির্মাণ করা হয়ে থাকে। প্রকল্পভুক্ত এলাকার বাইরে রাস্তা থেকে ইট তুলে নেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সেই অনুযায়ী ঠিকাদার ব্যবস্থা নিয়েছে।’
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৩ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
২১ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
২৬ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে