Ajker Patrika

অগ্নিকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৪: ৫৫
অগ্নিকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে সিআইডি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেড এর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার দুপুর ১২টার দিকে সংস্থাটির অতিরিক্ত উপ মহাপরিদর্শক ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান।

ইমাম হোসেন বলেন, গত ৮ জুলাই এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় সরকার সিআইডিকে তদন্তের ভার দিয়েছে। আমরা আজ ঘটনাস্থল পরিদর্শন করলাম। এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলামত পেয়েছি। যেগুলো নিয়ে আমাদের তদন্ত দল কাজ করবে।

ইমাম হোসেন আরও বলেন, তদন্তকাজ শেষ হলে শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রাথমিক পরিদর্শন শেষে দশটি পয়েন্ট তদন্তকারী কর্মকর্তাকে নোট করে দিয়েছি। এই পয়েন্টগুলো ধরে তিনি কাজ করবেন। আশা করছি খুব শিগগিরই আগুন কীভাবে লাগল এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনসহ একাধিক তদন্ত কমিটি গঠন হয়। এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। ওই দিনই ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত