Ajker Patrika

চোখের জলে প্রিয় শিক্ষকের বিদায়

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৪, ১৩: ৪৬
চোখের জলে প্রিয় শিক্ষকের বিদায়

মিনতী রানী বিশ্বাস। দীর্ঘ ৩৫ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। নিজের সংসারের মতো আগলে রেখেছেন প্রিয় প্রতিষ্ঠানকে। নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়েছেন। জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে বিদায় দেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙে পড়েন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রানী। এ সময় প্রিয় শিক্ষকের বিদায়ে কাঁদে শিক্ষার্থীসহ উপস্থিত অন্যরাও। অনুষ্ঠান শেষে তাঁকে মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়।

মিনতী রানী ১৯৮৯ সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর হাত ধরেই বিদ্যালয়ের দোচালা ঘর থেকে ভবন হয়ে উঠেছে। এই শিক্ষকের বিদায় উপলক্ষে গতকাল সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে চলে নানা আয়োজন। বিদ্যালয়কে রঙিনভাবে সাজিয়ে তোলা হয়।

মিনতী রানী বলেন, ‘এই স্কুল ছিল আমার সংসারের মতো। মনে হতো এটাই আমার সবকিছু। এখানের গাছপালা, লতাপাতাও আমার সঙ্গে জড়িয়ে আছে।’

অনুষ্ঠানে মিনতী রানীকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করে খুদে শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসাইন। তিনি বলেন, ‘আমাদের এই অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রয়েছে এই প্রিয় মানুষটির। যাঁর স্নেহ-ছায়ায় অনেক শিক্ষিত মানুষ তৈরি হয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত