Ajker Patrika

সাভারে কারখানার লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি
সাভারে কারখানার লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা): ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় লিফট দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৩২) নামের এক লিফট অপারেটর নিহত হয়েছেন। আজ রোববার সকালে সাভারের বিরুলিয়া রোডের আজিম গ্রুপের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ী থানার দীন ইসলামের ছেলে। তিনি স্ত্রী, সন্তান নিয়ে সাভারের মাশরুম উন্নয়ন কেন্দ্রের কোয়ার্টারে থেকে ওই কারখানায় কাজ করতেন।

ওই কারখানার শ্রমিকেরা জানান, জহিরুল ইসলাম সকালে প্রতিদিনের মতো কারখানায় গিয়ে লিফট অপারেট করছিলেন। এ সময় কারখানার তৃতীয় তলা থেকে লিফটটির ক্যাবল ছিঁড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আজিম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. সিরাজ মিয়া বলেন, `আমি রাস্তায় আছি। কারখানায় একটি দুর্ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। তবে কেউ মারা গেছে কি না, জানি না।'

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন বলেন, ওই ভবনে লিফট দুর্ঘটনায় নিহত হয়েছেন এক শ্রমিক। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিস্তারিত পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত