Ajker Patrika

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, অস্ত্রসহ একজন আটক

রায়পুর (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০০: ৩২
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, অস্ত্রসহ একজন আটক

নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের কুঁড়েরপাড় গ্রামে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহতের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে এলাকার এরশাদ গ্রুপ ও খালেক মালেক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। 

সংঘর্ষে আহতরা হলেন- এরশাদ মিয়া গ্রুপের সদস্য, মৃত রশিদ মিয়ার ছেলে দুলাল মিয়া (৫০), মৃত নবু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮), হানিফ মিয়ার ছেলে সৈয়দ হোসেন (৪২), জুলহাস মিয়ার ছেলে কালন মিয়া (২২), তাহের মিয়ার ছেলে মসির মিয়া (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর এরশাদ মিয়া গ্রুপের আলমগীর হোসেন নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নরসিংদীতে যাওয়ার পথে অপর গ্রুপের লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা হলে আসামিরা পলাতক অবস্থায় আদালত থেকে আগাম জামিন নেন। আলমগীর হত্যার রেশ ধরে কয়েক দিন যাবত প্রতিপক্ষ দলের লোকজন নিয়ে এলাকায় ঢুকতে চেষ্টা করলে এরশাদ গ্রুপের লোকজন বাধা দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। 

এলাকাবাসী হাতেনাতে মালেক গ্রুপের সোহাগ মিয়া নামে একজনকে অস্ত্রসহ আটক করে আওয়ামী লীগ নেতা মো হাবিবুর রহমানের মাধ্যমে স্থানীয় পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছে।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ‘সেখানকার এলাকাবাসী অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার কাছ থেকে একটি একনলা বন্ধুক উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত