Ajker Patrika

ভিসা না পাওয়ায় কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির অনুষ্ঠানে যেতে পারেননি ঢাবি উপাচার্য 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫: ০৩
ভিসা না পাওয়ায় কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির অনুষ্ঠানে যেতে পারেননি ঢাবি উপাচার্য 

ভিসা না পেয়ে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। 

তবে উপাচার্য বলছেন, ‘কিছু দুষ্ট লোক এটাকে ভিন্নভাবে প্রচার করছে।’ 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর সূত্রে জানা যায়, অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল আখতারুজ্জামানের। গত ১৫ জুন ভিসার আবেদন করেও না পাওয়ায় এই কনফারেন্সে অংশ নিতে পারেননি উপাচার্য। গত সোমবার কানাডার উদ্দেশে যাত্রা করারও কথা ছিল তাঁর। 

এসিইউর ওয়েবসাইট থেকে জানা যায়, আজ বুধবার (১৯ জুলাই) অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে। এতে সরাসরি অংশগ্রহণের সুযোগ রয়েছে কমনওয়েলথভিত্তিক ৫০০ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের।

নাম না প্রকাশ করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধারণ কেউ না। উনি চাইলে সহজে ভিসা পেতে পারেন। সেই জায়গায় এক মাস সময়ের মধ্যেও তিনি কেন ভিসা পেলেন না, তা বোধগম্য নয়।’

ওই শিক্ষক আরও বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি ভিসা নীতি প্রণয়ন করেছে, কানাডা যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে সেই নীতিই অনুসরণ করবে এটাই স্বাভাবিক। কানাডার ভিসা না পাওয়া ভিসা নীতির ফল কি না, সেটাও দেখা দরকার।’

তবে এ বিষয়ে ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটে দেখাচ্ছে প্রক্রিয়াধীন, অথচ এক মাসের মধ্যেও হলো না। বিষয়টি আমার কাছেও অবাক লাগল। কানাডায় আগে আবেদন করিনি। প্রথমবার আবেদন করছি, তাই হয়তো এমন হতে পারে, সময় বেশি লাগছে। সব প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকের দুই-তিন মাসও সময় লাগে।’

‘কিন্তু একশ্রেণির দুষ্ট লোক বিষয়টিকে ভিন্নভাবে প্রচার করছে’ বলে জানিয়েছেন উপাচার্য আখতারুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত