নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচালিত অভিযানে ১১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে দুই সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় চালানো অভিযানে ১০ মামলায় ৬ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের আদালত এক মামলায় ২০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের আদালত চার মামলায় ১৮ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন ও যতন মার্মার আদালত এক মামলায় ১ লক্ষ টাকা, ৭ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের আদালত এক মামলায় ৫ লক্ষ টাকা এবং ১০ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলামের আদালত তিন মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করে।
অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর ধানমন্ডি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকা, অঞ্চল-২ এর কমলাপুর ও মতিঝিল, অঞ্চল-৩ এর রহমতবাগ, চকবাজার ও ছোট দায়রা শরীফ এলাকা, অঞ্চল-৪ এর ওয়ারীর শাহজাহানপুর লেন, অঞ্চল-৫ এর ওয়াসা রোড, অভয়দাস লেন, নতুন রাস্তা ও পশ্চিম মীর হাজারিবাগ, অঞ্চল-৭ এর দক্ষিণ মান্ডা, অঞ্চল-৮ এর ডেমরার কবরস্থানের ৪ নং গলি এলাকা, অঞ্চল-৯ এর যাত্রাবাড়ীর মোমেনবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতসমূহ ৮৮৫ নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মশার লার্ভা পাওয়ায় ৩৬টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ৩৬ মামলায় ৫ লক্ষ টাকা জরিমানা করেন।
এছাড়াও এডিস মশার লার্ভা প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় মোট ২২টি বাসা ও নির্মাণাধীন ভবনকে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচালিত অভিযানে ১১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে দুই সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় চালানো অভিযানে ১০ মামলায় ৬ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের আদালত এক মামলায় ২০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের আদালত চার মামলায় ১৮ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন ও যতন মার্মার আদালত এক মামলায় ১ লক্ষ টাকা, ৭ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের আদালত এক মামলায় ৫ লক্ষ টাকা এবং ১০ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলামের আদালত তিন মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করে।
অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর ধানমন্ডি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকা, অঞ্চল-২ এর কমলাপুর ও মতিঝিল, অঞ্চল-৩ এর রহমতবাগ, চকবাজার ও ছোট দায়রা শরীফ এলাকা, অঞ্চল-৪ এর ওয়ারীর শাহজাহানপুর লেন, অঞ্চল-৫ এর ওয়াসা রোড, অভয়দাস লেন, নতুন রাস্তা ও পশ্চিম মীর হাজারিবাগ, অঞ্চল-৭ এর দক্ষিণ মান্ডা, অঞ্চল-৮ এর ডেমরার কবরস্থানের ৪ নং গলি এলাকা, অঞ্চল-৯ এর যাত্রাবাড়ীর মোমেনবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতসমূহ ৮৮৫ নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মশার লার্ভা পাওয়ায় ৩৬টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ৩৬ মামলায় ৫ লক্ষ টাকা জরিমানা করেন।
এছাড়াও এডিস মশার লার্ভা প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় মোট ২২টি বাসা ও নির্মাণাধীন ভবনকে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৩ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
৪ ঘণ্টা আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
৪ ঘণ্টা আগে