নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় আবারও অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের গণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকালে কয়েকজন পথচারী ও দোকানিকে মারধর ও জখম করে মোবাইল, মানব্যাগ, টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিস ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
গতকাল সোমবার সন্ধ্যায় আদাবর থানার শেখেরটেক পিসিকালচার হাউজিংয়ের ১/১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় একইভাবে অস্ত্রের মুখে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।
সোমবারের ঘটনায় পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক ও গায়ে কালো পোশাক পরিহিত ৮ থেকে ১০ জন কিশোরের হাতে ধারালো চাপাতিসহ দেশি অস্ত্র। তাঁরা প্রথমেই ১ নম্বর সড়কের পাশে একটি মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে থাকা চারজনকে টার্গেট করে তাঁদের ওপর অতর্কিত হামলা করে। হামলা থেকে দুজন দৌড়ে বাঁচলেও বাকি দুজনকে চাপাতির উল্টো পাশ দিয়ে মারধর করা হয়। অস্ত্রের মুখে দুজনের মোবাইল ও টাকা পয়সা কেড়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানায়, গত সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ৮ থেকে ১০ জনের একটি কিশোর দল চাপাতি ও ছোরা হাতে শেখেরটেক হাউজিংয়ের ১ নম্বর সড়ক দিয়ে ঢুকে ছিনতাই শুরু করে। ১ নম্বর রোড থেকে পাশের ১/১ নম্বর সড়কে আসে। এই সড়কে অস্ত্র হাতে কিশোরেরা প্রথমে কয়েকজনকে মারধর করে। পরে দোকান ও পথচারীদের মারধর করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।
ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, সিসিটিভি ফুটেজে ছিনতাইয়ের মতোই মনে হয়েছে। আদবরের ব্র্যাক ব্যাংকের লোন সেকশনের একজন ভুক্তভোগী অভিযোগ দিয়েছে। আদবরের ব্র্যাক ব্যাংকে লোন না দেওয়ায় ভাড়াটে কয়েকজনকে নিয়ে এসে মারধরের ঘটনা ঘটিয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিষয়টি ছিনতাই মামলা হিসেবে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করা হবে।
এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় একইভাবে অস্ত্রের মুখে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে ২০ জনকে কুপিয়ে আহত করা হয়। বেশ কয়েকটি দোকানসহ ১৫-২০ জনের মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করা হয়। ওই বছরের ২৪ ডিসেম্বর ভরদুপুরে ধারালো অস্ত্র দেখিয়ে ৫ থেকে ৬ জন তরুণ-কিশোর মোবাইল ফোন, মানিব্যাগ ছিনিয়ে নেয়।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় আবারও অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের গণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকালে কয়েকজন পথচারী ও দোকানিকে মারধর ও জখম করে মোবাইল, মানব্যাগ, টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিস ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
গতকাল সোমবার সন্ধ্যায় আদাবর থানার শেখেরটেক পিসিকালচার হাউজিংয়ের ১/১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় একইভাবে অস্ত্রের মুখে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।
সোমবারের ঘটনায় পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক ও গায়ে কালো পোশাক পরিহিত ৮ থেকে ১০ জন কিশোরের হাতে ধারালো চাপাতিসহ দেশি অস্ত্র। তাঁরা প্রথমেই ১ নম্বর সড়কের পাশে একটি মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে থাকা চারজনকে টার্গেট করে তাঁদের ওপর অতর্কিত হামলা করে। হামলা থেকে দুজন দৌড়ে বাঁচলেও বাকি দুজনকে চাপাতির উল্টো পাশ দিয়ে মারধর করা হয়। অস্ত্রের মুখে দুজনের মোবাইল ও টাকা পয়সা কেড়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানায়, গত সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ৮ থেকে ১০ জনের একটি কিশোর দল চাপাতি ও ছোরা হাতে শেখেরটেক হাউজিংয়ের ১ নম্বর সড়ক দিয়ে ঢুকে ছিনতাই শুরু করে। ১ নম্বর রোড থেকে পাশের ১/১ নম্বর সড়কে আসে। এই সড়কে অস্ত্র হাতে কিশোরেরা প্রথমে কয়েকজনকে মারধর করে। পরে দোকান ও পথচারীদের মারধর করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।
ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, সিসিটিভি ফুটেজে ছিনতাইয়ের মতোই মনে হয়েছে। আদবরের ব্র্যাক ব্যাংকের লোন সেকশনের একজন ভুক্তভোগী অভিযোগ দিয়েছে। আদবরের ব্র্যাক ব্যাংকে লোন না দেওয়ায় ভাড়াটে কয়েকজনকে নিয়ে এসে মারধরের ঘটনা ঘটিয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিষয়টি ছিনতাই মামলা হিসেবে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করা হবে।
এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় একইভাবে অস্ত্রের মুখে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে ২০ জনকে কুপিয়ে আহত করা হয়। বেশ কয়েকটি দোকানসহ ১৫-২০ জনের মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করা হয়। ওই বছরের ২৪ ডিসেম্বর ভরদুপুরে ধারালো অস্ত্র দেখিয়ে ৫ থেকে ৬ জন তরুণ-কিশোর মোবাইল ফোন, মানিব্যাগ ছিনিয়ে নেয়।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে