Ajker Patrika

শ্রীপুরে ব্রহ্মপুত্র ট্রেনের ইঞ্জিন বিকল যাত্রীরা ভোগান্তিতে

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৫: ৫১
শ্রীপুরে ব্রহ্মপুত্র ট্রেনের ইঞ্জিন বিকল যাত্রীরা ভোগান্তিতে

গাজীপুরের শ্রীপুরে জামালপুর থেকে ছেড়ে আসা আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে আছে। আজ রোববার বেলা ১১টার দিকে শ্রীপুরে স্টেশন পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। এখন বিকল ট্রেনটি স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে আছে। 

এদিকে ট্রেনে থাকা বহু যাত্রী পড়েছে ভোগান্তিতে। রিলিফ ইঞ্জিন আসার পর মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে শ্রীপুর স্টেশন মাস্টার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

যাত্রীরা জানান, সকাল ৬টা ৪০ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ছাড়ে আন্তনগর ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস। পরে বেলা ১১টার দিকে শ্রীপুর স্টেশন পার হওয়ার সময় বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে যায়। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার হারুন অর রশীদ আজকের পত্রিকাকে বলেন, বেলা ১১টায় আন্তনগর ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস স্টেশনের ২ নম্বর লাইনে চলার সময় ট্রেনের বগি ও ইঞ্জিনের সেন্ট্রাল পিন ভেঙে ইঞ্জিন থেকে বগি আলাদা হয়ে যায়। ইঞ্জিন সচল করতে রিলিফ ইঞ্জিন আসছে। তবে ১ নম্বর লাইনে সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত