Ajker Patrika

শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

শুধু পরিবর্তন নয়, শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এসিআই লিমিটেডের শিক্ষামূলক ডিজিটাল অ্যাপ মেধাবীর সুপারনোভাও কিডস ব্রেইন বিল্ডার্স এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
সপ্তম, অষ্টম শ্রেণি শেষ করে ২০২৫ সালের মধ্যে নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে এই রূপান্তর প্রক্রিয়া শুরু হচ্ছে। ক্লাস রুমকে ডিজিটাল ও স্মার্ট ক্লাস রুম করা হচ্ছে। কাজের জগতের উপযোগী করে শিক্ষা ব্যবস্থা সাজানো হচ্ছে। নতুন কারিকুলামে করে করে শেখা ও দেখে দেখে শেখার ব্যবস্থা থাকবে। আনন্দের সঙ্গে শেখার ব্যবস্থা করা হচ্ছে। অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে শেখা অনেক সহজ। গেমে আসক্তি তৈরি হচ্ছে। তাই গেমের মাধ্যমে যদি শেখা যায় তাহলে নিশ্চয়ই বাবা মায়েরা আর আপত্তি করবেন না। অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে শেখা অনেক সহজ। গেমে আসক্তি তৈরি হচ্ছে। তাই গেমের মাধ্যমে যদি শেখা যায় তাহলে নিশ্চয়ই বাবা মায়েরা আর আপত্তি করবেন না। এসিআইএই কাজটিই করছে।
 
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আজকে তোমরা যেসব চাকরি দেখছ তোমাদের বয়স যখন ২০ থেকে ২২ বছর হয়ে যাবে তখন এসব চাকরি থাকবে না। তাই সেই সময়ের সেই সব চাকরির উপযোগী করে তোমাদের গড়ে উঠতে হবে। চতুর্থ শিল্প যেমন সম্ভাবনা নিয়ে আসছে তেমনি চ্যালেঞ্জও নিয়ে আসছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে। 

প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেটসহ ডিজিটাল সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।
 
এসিআই এর কিডস ব্রেইন বিল্ডার্স অ্যাপটি ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য। এই অ্যাপসে থাকছে শিক্ষামূলক অ্যানিমেটেড ভিডিও, চ্যালেঞ্জ পাজল, ভাষা ও বিজ্ঞান বিষয়ক শিক্ষা। মেধাবীর সুপারনোভা অ্যাপটি মূলত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য। অ্যাপটিতে অ্যানিমেটেড ভিডিও, স্টাডি ম্যাটেরিয়াল, অধ্যায়ভিত্তিক অনুশীলনী, মডেল টেস্ট মজার গেমস।
 
এই অ্যাপ দুটি গুগল প্লে থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা, ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, স্বপ্ন এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, প্রজেক্ট লিডার মো. মনিরুজ্জামানসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত