Ajker Patrika

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে শিশুর মৃত্যু, আহত ১

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে শিশুর মৃত্যু, আহত ১

গাজীপুরের শ্রীপুরে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা এক শিশুর দুটি পা বিচ্ছিন্ন হয়েছে। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়েছে। রাস্তা নির্মাণের রুলারে সঙ্গে চলন্ত ট্রেনের ধাক্কায় ট্রেন থেকে ছিটকে পড়ে ওই শিশুর মৃত্যু হয়।

অপর গুরুতর আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ রাত ৭টা পর্যন্ত মরদেহ রেল লাইনের পাশে কাঁদা মাটিতে পড়ে রয়েছে। পা দুটি বিচ্ছিন্ন হয়ে রেল লাইনের পাশে পড়ে রয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের বিটিপাড়া এলাকার রক্ষিত লেভেল ক্রসিংয়ে অদূরে এ ঘটনা ঘটে। 

নিহত অজ্ঞাত নামা শিশুর (১২) নামপরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ব্যক্তির পরিচয়ও পাওয়া যায়নি। নিহত শিশু ট্রেনের ভেতর আমড়া বিক্রি করে বলে জানান স্থানীয়রা। 

বরমী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মারুফ হোসেন বলেন, বিকেলের দিকে ঢাকামুখী বলাকা কমিউটার ট্রেনের সঙ্গে রাস্তা সংস্কারের রুলারের সংঘর্ষ হয়ে। এতে ট্রেনে থাকা আমড়া বিক্রেতা অজ্ঞাত নামা শিশু ট্রেনের নিচে পড়ে যায়। এ সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা অপর অজ্ঞাত নামা একজনকে উদ্ধার করে হাসপাতালেই পাঠায়। গুরুতর আহত সেও শিশু।

স্থানীয় বাসিন্দা লেহাজ উদ্দাম বলেন, রাস্তায় পাশে রুলার আর ড্রাম ট্রাক দাঁড় করিয়ে দুই চালক গল্প করছিলেন। এ সময় ট্রেন হর্ন বাজানোর শব্দ পেয়ে তড়িঘড়ি করে রুলার সরাতে চেষ্টা করে। এ সময় পুরোপুরি সরাতে পারেনি। দ্রুত গতির একটি ট্রেন রুলারের সঙ্গে ধাক্কা দেয়। তখন ট্রেনর ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে থাকা দুজন শিশু ছিটকে পড়ে যায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মালিহা বিনতে মোস্তফা বলেন, এ রকম ট্রেনে কাটা কোনো আহত ব্যক্তি হাসপাতালে আসেনি। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। মরদেহ একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। রেলওয়ে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। ঘটনাস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত