Ajker Patrika

ডুয়েটের ৫ শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে হল থেকে বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২১: ৩১
ফাইল ছবি
ফাইল ছবি

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পাঁচ শিক্ষার্থীকে সমকামিতায় জড়িত থাকার অভিযোগে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার (২২ জুলাই) ডুয়েটের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেএনআই হলের রাসেল মিয়া, সৌরভ শিকদার, রায়হান আলী এবং এসটিএ হলের আব্দুল্লাহ আল মাসুদ ও সারোয়ার জাহান সুমন। তাঁরা আর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, কিছু ছাত্র সমকামিতার মতো বেআইনি কাজে জড়িত থাকার বিষয়ে বেশ কিছু দিন ধরে ফেসবুকে প্রচারণা চলছিল। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বের করে শাস্তি দেওয়ার আবেদন করা হয়। পরে অনুসন্ধান করে ঘটনার সত্যতা পাওয়ায় পাঁচ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়।

ডুয়েটের ছাত্রকল্যাণ-বিষয়ক পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অত্র বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্নে উল্লেখিত ছাত্রদের সমকামিতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি সঠিক তদন্ত ও ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত