ফরিদপুর প্রতিনিধি
কাজী জাফর উল্যাহ ফরিদপুরের সবচেয়ে ব্যর্থ পুরুষ বলে মন্তব্য করেছেন মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। তিনি ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে তৃতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। বিভিন্ন সভা-সমাবেশে দুজনেই একে অপরকে নিয়ে বিষোদ্গার করে আসছেন।
আজ রোববার বিকেলে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেন নিক্সন চৌধুরী।
নির্বাচনী সভায় নিক্সন চৌধুরী বলেন, ‘ফুফু আগেও আপনারে দুইবার নৌকা দিছে; কিন্তু চাচা মাথা ঘামান, বইঠা আমারে দিছে। বইঠা ছাড়া নৌকা অচল। ফুফু কয় যা উনারে নৌকা দিয়েছি তুই বইঠা নিয়ে যা। বইঠা দিয়ে আমি গাঙ পাড়ি দিই। আর আপনি নৌকা নিয়ে গাঙের ভেতরে তাল-বেতাল হয়ে যান। আপনি সবচেয়ে ব্যর্থ পুরুষ, এই ফরিদপুরের মধ্যে দুই দুইবার নৌকা ডুবাইছেন, তৃতীয়বারের মতো ডুবাইতে যাচ্ছেন। বঙ্গবন্ধু যদি জীবিত থাকত আপনাকে ছাত্রলীগের অফিসের পিয়নও বানাইতো না। আজ কোন মুখে ভোট চাইতে আসছেন, লজ্জা শরম নাই?’
নিক্সন চৌধুরী আরও বলেন, ‘এখন বসন্তের কোকিল এসেছে, তাও ইলেকশনের দুই মাস আগে। ঢাকায় যাইয়্যা লেপ মুড়ি দিয়ে শুইয়্যা আছেন। কোনো খবর নাই। মনে অয় উনি এত কাজ করছে যে তিন থানায় ওনার ভোট গিজ গিজ করতাছে। উনি মঞ্চে উঠে কান্দে, নাটকবাজী আরম্ভ করেছে। আসলে দোষ ওনারনা, দোষ পাবনার পাগলা গারদের দারোয়ানের। ওই ব্যাটা ঘুমাইছে, উস্তাদে বাইরাইয়ে আইছে। ভণ্ডামি করে ভোট নিতে চায়। আপনারা গত পাঁচ বছরে যেমন দেখেন নাই, ভোট নিয়ে জিতলে আগামী পাঁচ বছরেও দেখবেন না।’
সভায় ঢেউখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মস্তফা মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট সায়েদিদ গামাল লিপু, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানসহ অনেকে।
কাজী জাফর উল্যাহ ফরিদপুরের সবচেয়ে ব্যর্থ পুরুষ বলে মন্তব্য করেছেন মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। তিনি ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে তৃতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। বিভিন্ন সভা-সমাবেশে দুজনেই একে অপরকে নিয়ে বিষোদ্গার করে আসছেন।
আজ রোববার বিকেলে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেন নিক্সন চৌধুরী।
নির্বাচনী সভায় নিক্সন চৌধুরী বলেন, ‘ফুফু আগেও আপনারে দুইবার নৌকা দিছে; কিন্তু চাচা মাথা ঘামান, বইঠা আমারে দিছে। বইঠা ছাড়া নৌকা অচল। ফুফু কয় যা উনারে নৌকা দিয়েছি তুই বইঠা নিয়ে যা। বইঠা দিয়ে আমি গাঙ পাড়ি দিই। আর আপনি নৌকা নিয়ে গাঙের ভেতরে তাল-বেতাল হয়ে যান। আপনি সবচেয়ে ব্যর্থ পুরুষ, এই ফরিদপুরের মধ্যে দুই দুইবার নৌকা ডুবাইছেন, তৃতীয়বারের মতো ডুবাইতে যাচ্ছেন। বঙ্গবন্ধু যদি জীবিত থাকত আপনাকে ছাত্রলীগের অফিসের পিয়নও বানাইতো না। আজ কোন মুখে ভোট চাইতে আসছেন, লজ্জা শরম নাই?’
নিক্সন চৌধুরী আরও বলেন, ‘এখন বসন্তের কোকিল এসেছে, তাও ইলেকশনের দুই মাস আগে। ঢাকায় যাইয়্যা লেপ মুড়ি দিয়ে শুইয়্যা আছেন। কোনো খবর নাই। মনে অয় উনি এত কাজ করছে যে তিন থানায় ওনার ভোট গিজ গিজ করতাছে। উনি মঞ্চে উঠে কান্দে, নাটকবাজী আরম্ভ করেছে। আসলে দোষ ওনারনা, দোষ পাবনার পাগলা গারদের দারোয়ানের। ওই ব্যাটা ঘুমাইছে, উস্তাদে বাইরাইয়ে আইছে। ভণ্ডামি করে ভোট নিতে চায়। আপনারা গত পাঁচ বছরে যেমন দেখেন নাই, ভোট নিয়ে জিতলে আগামী পাঁচ বছরেও দেখবেন না।’
সভায় ঢেউখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মস্তফা মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট সায়েদিদ গামাল লিপু, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানসহ অনেকে।
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৬ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে