ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসককে চড় মারার অভিযোগ উঠেছে আরিফ হোসেন নামে এক মানসিক রোগীর বিরুদ্ধে। এরই মধ্যে তাঁকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে আরিফের মা-বাবার অভিযোগ, থানায় নেওয়ার আগে তাঁদের ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে মারধর করেছেন চিকিৎসকেরা। অনুরোধ করা সত্ত্বেও তাঁরা থামেননি।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ আলম।
তিনি জানান, জরুরি বিভাগের (রুম-৪) নিউরোসার্জারি বিভাগের ডা. মনিমুল আহমেদের গালে চড় মারেন আরিফ হোসেন (১৮)। এরপর আনসার সদস্যরা তাঁকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
আরিফের বাবা মো. তাজউদ্দিন জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের কাশিমপুর খিলমার্কেট এলাকায় তাঁরা থাকেন। সেখানে এক ছাপাখানায় কাজ করতেন আরিফ। কয়েক মাস আগে তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সপ্তাহখানেক আগে ফতুল্লার শান্তিনগর এলাকায় সোহেল নামে এক ব্যক্তির সঙ্গে দেখা হয় আরিফের। সে সময় আরিফের অস্বাভাবিক আচরণে ক্ষিপ্ত হয়ে তাঁকে কয়েকজন মিলে মারধর করেন। আহত আরিফকে তখন নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, ওই হাসপাতালের চিকিৎসকেরা আরিফের মাথায় সিটি স্ক্যান করানোর পাশাপাশি ভালো কোনো হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ জন্য আজ আরিফকে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে টিকিট কেটে ৪ নম্বর রুমে ঢোকার পর চিকিৎসক যখন জানতে চান, তাঁরা কোথা থেকে এসেছেন, ঠিক তখনই হঠাৎ আরিফ তাঁর গালে চড় মেরে বসেন।
আরিফের বাবা তাজউদ্দিন ও মা শিল্পী বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের ছেলের মাথায় সমস্যা আছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে। অন্যায়ভাবে সে আজকে ডাক্তারের গায়ে হাত তুলেছে। কিন্তু এরপর ডাক্তাররা আমাদের ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে অনেক মারধর করে। মাটিতে ফেলে লাথি মারে। আমরা ডাক্তারদের পা ধরে মাফ চেয়েছি। তারপরও তারা মেরেছে তাকে।’
এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের সেবা দিতে দেখা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসককে চড় মারার অভিযোগ উঠেছে আরিফ হোসেন নামে এক মানসিক রোগীর বিরুদ্ধে। এরই মধ্যে তাঁকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে আরিফের মা-বাবার অভিযোগ, থানায় নেওয়ার আগে তাঁদের ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে মারধর করেছেন চিকিৎসকেরা। অনুরোধ করা সত্ত্বেও তাঁরা থামেননি।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ আলম।
তিনি জানান, জরুরি বিভাগের (রুম-৪) নিউরোসার্জারি বিভাগের ডা. মনিমুল আহমেদের গালে চড় মারেন আরিফ হোসেন (১৮)। এরপর আনসার সদস্যরা তাঁকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
আরিফের বাবা মো. তাজউদ্দিন জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের কাশিমপুর খিলমার্কেট এলাকায় তাঁরা থাকেন। সেখানে এক ছাপাখানায় কাজ করতেন আরিফ। কয়েক মাস আগে তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সপ্তাহখানেক আগে ফতুল্লার শান্তিনগর এলাকায় সোহেল নামে এক ব্যক্তির সঙ্গে দেখা হয় আরিফের। সে সময় আরিফের অস্বাভাবিক আচরণে ক্ষিপ্ত হয়ে তাঁকে কয়েকজন মিলে মারধর করেন। আহত আরিফকে তখন নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, ওই হাসপাতালের চিকিৎসকেরা আরিফের মাথায় সিটি স্ক্যান করানোর পাশাপাশি ভালো কোনো হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ জন্য আজ আরিফকে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে টিকিট কেটে ৪ নম্বর রুমে ঢোকার পর চিকিৎসক যখন জানতে চান, তাঁরা কোথা থেকে এসেছেন, ঠিক তখনই হঠাৎ আরিফ তাঁর গালে চড় মেরে বসেন।
আরিফের বাবা তাজউদ্দিন ও মা শিল্পী বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের ছেলের মাথায় সমস্যা আছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে। অন্যায়ভাবে সে আজকে ডাক্তারের গায়ে হাত তুলেছে। কিন্তু এরপর ডাক্তাররা আমাদের ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে অনেক মারধর করে। মাটিতে ফেলে লাথি মারে। আমরা ডাক্তারদের পা ধরে মাফ চেয়েছি। তারপরও তারা মেরেছে তাকে।’
এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের সেবা দিতে দেখা যায়নি।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৪ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
২৭ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩৫ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৬ মিনিট আগে