নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। টাকা নিয়ে বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠানটির অফিসের সামনের আজ সোমবার দুপুরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
এতে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ।
তিনি বলেন, একদল শিক্ষার্থী গুলশান-২ এলাকায় বিদেশে পড়াশোনাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিদেশে পড়াশোনার জন্য তাঁরা টাকা দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা আজ বেলা ২টায় সড়ক অবরোধ করেন।
এর ফলে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা ৬টায় তাঁরা সড়ক ছেড়ে দেন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা এজেন্সিকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে। কিছু ক্ষেত্রে জনপ্রতি ১৭ লাখ টাকারও বেশি দিয়েছেন। তাঁদের প্রত্যেককেই বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। কোনো টাকা ফেরতও দেয়নি এবং এর কোনো রসিদও দেয়নি।
ওই এলাকায় প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধে যান চলাচল বন্ধ থাকে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ডিসি তারেক মাহমুদ জানান, বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। সন্ধ্যা ৬টার পর থেকে সড়কে যান চলাচল করছে।
রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। টাকা নিয়ে বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠানটির অফিসের সামনের আজ সোমবার দুপুরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
এতে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ।
তিনি বলেন, একদল শিক্ষার্থী গুলশান-২ এলাকায় বিদেশে পড়াশোনাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিদেশে পড়াশোনার জন্য তাঁরা টাকা দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা আজ বেলা ২টায় সড়ক অবরোধ করেন।
এর ফলে গুলশান-২ হয়ে কাকলী থেকে নতুনবাজার এবং ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা ৬টায় তাঁরা সড়ক ছেড়ে দেন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা এজেন্সিকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে। কিছু ক্ষেত্রে জনপ্রতি ১৭ লাখ টাকারও বেশি দিয়েছেন। তাঁদের প্রত্যেককেই বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। কোনো টাকা ফেরতও দেয়নি এবং এর কোনো রসিদও দেয়নি।
ওই এলাকায় প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধে যান চলাচল বন্ধ থাকে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ডিসি তারেক মাহমুদ জানান, বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। সন্ধ্যা ৬টার পর থেকে সড়কে যান চলাচল করছে।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৫ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৫ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে