Ajker Patrika

ঢাকার নাগরিক সমস্যা নিয়ে ভিন্নধর্মী চিত্র প্রদর্শনী

খুবি প্রতিনিধি
ঢাকার নাগরিক সমস্যা নিয়ে ভিন্নধর্মী চিত্র প্রদর্শনী

ঢাকাবাসীর নাগরিক সমস্যা নিয়ে নগর গবেষণা ও শিল্প কর্মের সম্মিলন ঘটিয়ে ‘শৈল্পিক দৃষ্টিতে ঢাকার সমস্যা’—শীর্ষক এক ভিন্নধর্মী প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। রাজধানীর অলিয়ঁস ফ্রঁসেজ এর ধানমন্ডি শাখায় আগামীকাল শুক্রবার থেকে ১২ দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

পথশিশুদের কথা, বস্তির স্বাস্থ্য ও বাসস্থানের গল্প, হারিয়ে যাওয়া পাড়া-মহল্লার কথা, অনিরাপদ-নিরাপদ শহরের পাঁচালি ও শহরতলির দুরবস্থার মতো বিষয়গুলো প্রদর্শনীটির মূল আকর্ষণ। ১০ জন শিল্পী, ৩০ জন শিক্ষার্থী ও শিশুদের আঁকা কাজ প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে। আঁকা চিত্রকর্মগুলোর মাধ্যমে ঢাকার নাগরিক সমস্যা নিয়ে সবাইকে ভাবতে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। 

প্রদর্শনীটির কনসেপ্ট পরিকল্পনাকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অধ্যাপক তানজিল সওগাত বলেন, ‘প্রদর্শনীটি গল্পের মত করে সাজিয়েছি, যার শুরু ব্যক্তি সমস্যা কেন্দ্রিক এবং শেষ হয়েছে দার্শনিক প্রশ্ন দিয়ে।’ 

খ্যাতনামা শিল্পীদের মধ্যে কাজী গিয়াসউদ্দিন, শহিদ কবির, ঢালী আল মামুন, তৈয়বা বেগম লিপি এবং মাহবুবুর রহমান অংশ নিয়েছেন। অন্যদিকে নবীন শিল্পীদের মধ্যে আছেন সুনন্দা রানি বর্মণ, মাহামুদুল হাসান, মো. মোজাহিদুর রহমান সরকার, কুন্তল বা রওই এবং এস এম শাহ্ আনিসুজ্জামান ফারুকি। 

প্রদর্শনীর কিউরেটর সালাউদ্দিন আহমেদ বলেন, ‘প্রদর্শনীটির আবহ এমনভাবে তৈরি করা হয়েছে যা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এবং ঢাকাকে নিয়ে তাঁরা নতুন করে ভাববে।’ 

প্রদর্শনীটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে সেন্টার ফর সাসটেইনেবল, হেলদি অ্যান্ড লার্নিং সিটিস অ্যান্ড নেইবারহুডস (এসএইচএলসি) আন্তর্জাতিক কনসোর্টিয়ামের কার্যক্রমের একটি অংশ। 
এসএইচএলসি একটি আন্তর্জাতিক গবেষণা। যেখানে ৮টি দেশের ৯টি গবেষণা প্রতিষ্ঠান এশিয়া এবং আফ্রিকার ১৪টি শহরের নগরায়ণ নিয়ে কাজ করছে। বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয় এরই অংশ হিসেবে ঢাকার নগর সমস্যা নিয়ে কাজ করছে। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. শিল্পী রায় মনে করেন, প্রদর্শনীটি ঢাকার টেকসই নগরায়ণ নিয়ে ভাবনাকে উজ্জীবিত করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে আমরা টেকসই নগরায়ণের বিষয়ে নাগরিক ও নীতি নির্ধারকদের সচেতনতার বার্তা পৌঁছতে চাই।’ 

প্রদর্শনীটি আগামী ৭ জুন পর্যন্ত চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত