Ajker Patrika

রাজধানীতে পৃথক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৩ জুন ২০২৫, ১২: ৪০
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর ওয়ারী ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। তাঁদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

ভুক্তভোগীদের স্বজনেরা জানিয়েছেন, আজ শুক্রবার ভোর ৫টার দিকে ওয়ারীর টিকাটুলিতে মুরগি ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামকে (৫৫) ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা এবং রাত ১১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডে রিকশাচালক মিঠুকে (৪২) ছুরিকাঘাত করে ২ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

হাসপাতালে সিরাজুলের ছেলে আবু বক্কর বলেন, ‘আমাদের বাসা উত্তর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। বাবা মুরগি ব্যবসায়ী। ভোরে মুরগি কেনার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় কাপ্তান বাজারে যাচ্ছিলেন। টিকাটুলি রেলগেটে এলে তিনজন ছিনতাইকারী বাবার গতি রোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা বাবার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

এদিকে আহত রিকশাচালককে হাসপাতালে নিয়ে আসা নিরাপত্তাকর্মী ফখরুদ্দিন জানান, আহত মিঠুর বাসা মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায়। তিনি পেশায় অটো রিকশাচালক। আগে মিঠু নিরাপত্তাকর্মীর কাজ করতেন। রাতে মোহাম্মদপুর তাজমহল রোড দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারীরা গতি রোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিতেই পেটে ও পায়ে ছুরিকাঘাত করে। চিৎকার দিলে ২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ফখরুদ্দিন আরও জানান, চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মিঠু। দ্রুত প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরের দিকে ওয়ারী ও মোহাম্মদপুর এলাকা থেকে আহত হয়ে দুজন হাসপাতালে আসে। তাঁরা অভিযোগ করেন, ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা নিয়ে গেছে। ওয়ারী থেকে আসা সিরাজুল ইসলামের হাতে ও পায়ে আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে মোহাম্মদপুরের মিঠুর পেটে গুরুতর আঘাত রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত