ঢামেক প্রতিবেদক
রাজধানীর ওয়ারী ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। তাঁদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
ভুক্তভোগীদের স্বজনেরা জানিয়েছেন, আজ শুক্রবার ভোর ৫টার দিকে ওয়ারীর টিকাটুলিতে মুরগি ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামকে (৫৫) ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা এবং রাত ১১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডে রিকশাচালক মিঠুকে (৪২) ছুরিকাঘাত করে ২ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
হাসপাতালে সিরাজুলের ছেলে আবু বক্কর বলেন, ‘আমাদের বাসা উত্তর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। বাবা মুরগি ব্যবসায়ী। ভোরে মুরগি কেনার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় কাপ্তান বাজারে যাচ্ছিলেন। টিকাটুলি রেলগেটে এলে তিনজন ছিনতাইকারী বাবার গতি রোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা বাবার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’
এদিকে আহত রিকশাচালককে হাসপাতালে নিয়ে আসা নিরাপত্তাকর্মী ফখরুদ্দিন জানান, আহত মিঠুর বাসা মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায়। তিনি পেশায় অটো রিকশাচালক। আগে মিঠু নিরাপত্তাকর্মীর কাজ করতেন। রাতে মোহাম্মদপুর তাজমহল রোড দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারীরা গতি রোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিতেই পেটে ও পায়ে ছুরিকাঘাত করে। চিৎকার দিলে ২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ফখরুদ্দিন আরও জানান, চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মিঠু। দ্রুত প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরের দিকে ওয়ারী ও মোহাম্মদপুর এলাকা থেকে আহত হয়ে দুজন হাসপাতালে আসে। তাঁরা অভিযোগ করেন, ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা নিয়ে গেছে। ওয়ারী থেকে আসা সিরাজুল ইসলামের হাতে ও পায়ে আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে মোহাম্মদপুরের মিঠুর পেটে গুরুতর আঘাত রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
রাজধানীর ওয়ারী ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। তাঁদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
ভুক্তভোগীদের স্বজনেরা জানিয়েছেন, আজ শুক্রবার ভোর ৫টার দিকে ওয়ারীর টিকাটুলিতে মুরগি ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামকে (৫৫) ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা এবং রাত ১১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডে রিকশাচালক মিঠুকে (৪২) ছুরিকাঘাত করে ২ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
হাসপাতালে সিরাজুলের ছেলে আবু বক্কর বলেন, ‘আমাদের বাসা উত্তর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। বাবা মুরগি ব্যবসায়ী। ভোরে মুরগি কেনার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় কাপ্তান বাজারে যাচ্ছিলেন। টিকাটুলি রেলগেটে এলে তিনজন ছিনতাইকারী বাবার গতি রোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা বাবার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’
এদিকে আহত রিকশাচালককে হাসপাতালে নিয়ে আসা নিরাপত্তাকর্মী ফখরুদ্দিন জানান, আহত মিঠুর বাসা মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায়। তিনি পেশায় অটো রিকশাচালক। আগে মিঠু নিরাপত্তাকর্মীর কাজ করতেন। রাতে মোহাম্মদপুর তাজমহল রোড দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারীরা গতি রোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিতেই পেটে ও পায়ে ছুরিকাঘাত করে। চিৎকার দিলে ২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ফখরুদ্দিন আরও জানান, চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মিঠু। দ্রুত প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরের দিকে ওয়ারী ও মোহাম্মদপুর এলাকা থেকে আহত হয়ে দুজন হাসপাতালে আসে। তাঁরা অভিযোগ করেন, ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা নিয়ে গেছে। ওয়ারী থেকে আসা সিরাজুল ইসলামের হাতে ও পায়ে আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে মোহাম্মদপুরের মিঠুর পেটে গুরুতর আঘাত রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
সিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সঙ্গে যারা জড়িত, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে এর প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
৭ মিনিট আগেগোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১৫ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
১ ঘণ্টা আগে