Ajker Patrika

মধুপুরে ভাগনের ছুরিকাঘাতে মামা খুন

টাঙ্গাইল প্রতিনিধি
মধুপুরে ভাগনের ছুরিকাঘাতে মামা খুন

টাঙ্গাইলের মধুপুরে ভাগনের ছুরিকাঘাতে আব্দুল জলিল (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। ক্যারম খেলা নিয়ে পুরোনো দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। গতকাল শনিবার ইফতারের আগমুহূর্তে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধরা বাজারে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার শোলাকুড়ি ইউনিয়নের গিলগাইছা বাজারে ক্যারম খেলার সময় শিহাব উদ্দিন ও নোমান মিয়ার সঙ্গে তাঁদের মামা আব্দুল জলিলের বিরোধ বাদে। এই ঘটনার জের ধরে হাতাহাতি থেকে মারামারি হয়। এ সময় ভাগনে পক্ষের লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি আপস মীমাংসার জন্য আলোচনা চলছিল।

গতকাল শনিবার ইফতারের পূর্বমুহূর্তে আব্দুল জলিল হরিণধরা বাজারে মোটরসাইকেলে পেট্রল নিচ্ছিলেন। এ সময় তাঁর দুই ভাগনে শিহাব ও নোমান তাঁর ওপর হামলা চালায়। তাঁদের ছুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন আজকের পত্রিকাকে বলেন, আব্দুল জলিল খুনের ঘটনায় তাঁর ভাই খলিলুর রহমান বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত