Ajker Patrika

বাল্কহেড থেকে নদীতে পড়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে শিশুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা
গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে শিশুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামসংলগ্ন মেঘনা নদীর একটি শাখায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন আড়ালিয়া গ্রামের জিলানীর ছেলে এবং ১০ নম্বর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বেলা দেড়টার দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে নদীতে গোসল করতে যায় আল আমিন। এ সময় সেখানে একটি বাল্কহেড থেকে বালু আনলোড করা হচ্ছিল। শিশুরা ওই বাল্কহেডে উঠে বসলে শ্রমিকেরা তাদের নামিয়ে দিতে যান। তখন শিশুরা লাফিয়ে নামার চেষ্টা করে। লাফ দিতে গিয়ে আল আমিন পা পিছলে পড়ে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে নদীতে তলিয়ে যায়।

স্থানীয়রা জানায়, ঘটনার প্রায় ১৫ মিনিট পর বেলা ১টা ৪৫ মিনিটের দিকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে সে অজ্ঞান হয়ে পানিতে তলিয়ে যেতে পারে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিসির আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। ছেলেটির পানিতে পড়ে মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক।’

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত জানি না। আমি খোঁজখবর নিচ্ছি। পরে বিস্তারিত জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত