Ajker Patrika

ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ 

মাদারীপুর প্রতিনিধি
ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ 

মাদারীপুরের রাজৈরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা ইউনিয়নের বারাদী গ্রামের তহুরুল শেখ (৩১), গোপালগঞ্জের সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বাড়ৈকান্দি গ্রামের কৌশিক হীরা (৩৮), মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের অনিমেষ গাইন (৩১) ও একই গ্রামের দেবাশীষ মন্ডল (৩১)।

আজ বুধবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম আরও জানান, একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজৈরের সুতারকান্দি একটি আম বাগানে অভিযানে যায় রাজৈর থানা–পুলিশের একটি দল। পরে সেখান থেকে দেবাশীষ মন্ডল, অনিমেষ গাইন, কৌশিক হীরা ও তহুরুল শেখ নামের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

উদ্ধার করা দেশিয় অস্ত্র। ছবি: আজকের পত্রিকাতাঁদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে দুটি বড় রাম দা, ছোড়া, ঘরভাঙ্গার সরঞ্জাম, গ্রিল ও লোহার গেট ভাঙ্গা মেশিন জব্দ করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছে। তাঁদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলাও আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত