Ajker Patrika

বিএসএমএমইউ শিক্ষক সমিতি নির্বাচন পরিচালনায় ১১ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএসএমএমইউ শিক্ষক সমিতি নির্বাচন পরিচালনায় ১১ সদস্যের কমিটি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক সমিতি নির্বাচন পরিচালনায় ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে কমিটি নির্বাচন আয়োজন করবে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে কমিটি ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

কমিটির সদস্যরা হলেন—অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. হারিসুল হক, অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব, অধ্যাপক ডা. এ এইচএম জহুরুল হক (সাচ্চু), অধ্যাপক ডা. জাহানারা আরজু, সহযোগী অধ্যাপক ডা. আহসান হাবিব, সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন ও সহকারী অধ্যাপক ডা. নিরুপম চৌধুরী। 

কমিটি ঘোষণার সময় উপাচার্য বলেন, শিক্ষক সমিতি গঠিত হলে প্রশাসনের জবাবদিহি বাড়বে। সব কাজে শিক্ষকদের সম্পৃক্ত করা যাবে। খুব দ্রুত এ কমিটি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গঠনতন্ত্র প্রণয়ন করবে এবং সেটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে অন্তর্ভুক্তিকরণ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত