Ajker Patrika

নির্বাচনে চলাচল করতে লাগবে পরিচয়পত্র

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৬: ০৭
নির্বাচনে চলাচল করতে লাগবে পরিচয়পত্র

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের দিন বহিরাগত প্রবেশ ঠেকাতে ১৬ জানুয়ারি সবাইকে জাতীয় পরিচয়পত্র নিয়ে চলাচলের পরামর্শ দিয়েছেন জেলা পুলিশ সুপার। ১৮ বছরের ওপরের সব নাগরিকের প্রতি এই অনুরোধ করেন তিনি। 

আজ শনিবার নির্বাচনের সর্বশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

পুলিশ সুপার বলেন, ‘আমরা আগামীকাল সিটিতে কোনো বহিরাগত প্রবেশ করতে দেব না। প্রতিটি প্রবেশপথে আমাদের মোবাইল টিম ও চেকপোস্ট থাকবে। শহরের ভেতরে যাঁরা বের হবেন, তাঁরা অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হবেন। আমরা নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে ৫ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করেছি।’ 

জায়েদুল আলম বলেন, ‘যদি কেউ নির্বাচনের আমেজ নষ্ট করার চেষ্টা করেন, তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে। কোনো ধরনের ছাড় আমরা দেব না। কাউকে কোনো ধরনের অরাজকতা করার সুযোগ দেব না। পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং থাকবে। কেউ বাধা দিতে এলে আমরা প্রতিহত করব।’ 

প্রার্থীদের অভিযোগের বিষয়ে পুলিশ বলেছে, ‘প্রার্থীরা সবাই আমাদের সহযোগিতা করবেন বলেছেন। কোনো প্রার্থীকে কিংবা নির্বাচনে কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে কাজ করছি না। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।’ 

নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার, এপিবিএন ও র্যাব কাজ করবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি কাজ করবে। প্রতিটি ওয়ার্ডে সব বাহিনীর একটি করে টিম থাকবে বলে জানান তিনি। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত