Ajker Patrika

রাজধানীতে আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ের সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে আদিবাসী এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নারীর নাম নুসরাত জাহান (২৮)।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্বামী মামুন মিল্লাতের প্ররোচনায় নুসরাত আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে নুসরাতের স্বামী মামুন মিল্লাত পলাতক রয়েছেন।

শেরেবাংলা নগর থানার পুলিশ সূত্র বলছে, শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে সংসদ সচিবালয়ের ওই কোয়ার্টারে যান তাঁরা। সেখানে বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, মামুন মিল্লাত নিজেকে ৩৮ তম বিসিএসে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ২০১৯ সালে নুসরাতকে বিয়ে করেছিলেন। কিন্তু নুসরাত বিয়ের পর জানতে পারেন মামুন পুলিশ কর্মকর্তা নন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ শুরু হয়। প্রায় প্রতিদিনই তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। শনিবার কলহের একপর্যায়ে নুসরাত আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী মামুন মিল্লাতের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন নুসরাতের পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত