Ajker Patrika

জবি শিক্ষার্থীদের ‘লংমার্চ টু যমুনা’য় পুলিশের বাধা, টিয়ার শেল-লাঠিপেটা

জবি প্রতিনিধি 
আপডেট : ১৪ মে ২০২৫, ১৫: ১৯
পুলিশি বাধার মুখে জবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা।
পুলিশি বাধার মুখে জবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা।

৭০ শতাংশ আবাসন ভাতা ও বাজেট বৃদ্ধিসহ তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের ‘লংমার্চ টু যমুনা’ পদযাত্রা পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে পড়েছে। আজ বুধবার দুপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষক-শিক্ষার্থীরা যমুনার দিকে এগুতে নিলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ।

এর আগে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল। ছবি: আজকের পত্রিকা।
জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল। ছবি: আজকের পত্রিকা।

শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, আমরা আমাদের দাবির জন্য যাচ্ছি, কোনো অন্যায্য দাবির জন্য যাচ্ছি না। প্রশাসনের বাহিনীদের বলতে চাই আমাদের সাথে এগ্রেসিভ আচরণ করবেন না।

গত সোমবার (১২ মে) শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এক ছাত্র-শিক্ষক সমাবেশ। এরপর মঙ্গলবার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন বিষয়ে আলোচনা হলেও শিক্ষার্থীরা দাবি করেন, দাবি যথাযথভাবে উপস্থাপন করলেও ইউজিসি বরাবরের মতোই দায়সারা আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত