নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পয়লা বৈশাখ উপলক্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আজ বুধবার দুপুরে রাজধানীর রমনায় পয়লা বৈশাখ উপলক্ষে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আবদুল্লাহ আল মামুন এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের কাছে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। প্রস্তুত রয়েছি যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য। সাইবার পেট্রোলিং করছি। র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। ২৪ ঘণ্টাব্যাপী তারা দায়িত্বে নিয়োজিত আছেন। তারা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জানাচ্ছেন।’
র্যাব ডিজি বলেন, ‘অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল গোয়েন্দা সংস্থা তাদের নিজ নিজ সাইবার টিম কাজ করছে। যেকোনো জায়গা থেকে কোনো তথ্য পেলে আমরা দ্রুততম সময়ের মধ্যে পাব বলে আশা করছি। আমরা ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছি।’
নাশকতার প্রস্তুতি বা এ ধরনের হুমকি মাথায় নিয়েই পরিকল্পনা তৈরি করেছেন কি, এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাশকতা সংঘটিত হয়েছিল। এ জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। কোন রকমের ঘটনা যাতে সংঘটিত না হতে পারে। এর মানে এই নয় যে, হুমকি আছে দেখে প্রস্তুত থাকি। হুমকি না থাকলেও প্রস্তুত থাকি। সব সময় আমরা প্রস্তুত আছি। মানুষের নিরাপত্তা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।’
রমনা বটমূলে নিরাপত্তার বিষয়ে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ইলেকট্রোড হিসেবে র্যাব আছে। দু’পক্ষের মধ্যে সমন্বয় কেমন আছে? জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ‘অবশ্যই সমন্বয় আছে। আমরা সমন্বয় সভা করি। সারা দেশব্যাপী বিভিন্ন জেলার মেট্রোপলিটনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্স এর সঙ্গে কাজ করি। সব জায়গায় সমন্বয় করে আমরা কাজ করছি।’
র্যাবের পক্ষে সারা দেশে নিরাপত্তা দেওয়া কি সম্ভব এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ‘সবার সঙ্গে সমন্বয় করে আমরা দায়িত্ব পালন করছি। ইতিপূর্বে সবার সঙ্গে মিলে আমরা সফলভাবে দায়িত্ব পালন করেছি।’
পয়লা বৈশাখ উপলক্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আজ বুধবার দুপুরে রাজধানীর রমনায় পয়লা বৈশাখ উপলক্ষে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আবদুল্লাহ আল মামুন এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের কাছে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। প্রস্তুত রয়েছি যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য। সাইবার পেট্রোলিং করছি। র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। ২৪ ঘণ্টাব্যাপী তারা দায়িত্বে নিয়োজিত আছেন। তারা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জানাচ্ছেন।’
র্যাব ডিজি বলেন, ‘অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল গোয়েন্দা সংস্থা তাদের নিজ নিজ সাইবার টিম কাজ করছে। যেকোনো জায়গা থেকে কোনো তথ্য পেলে আমরা দ্রুততম সময়ের মধ্যে পাব বলে আশা করছি। আমরা ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছি।’
নাশকতার প্রস্তুতি বা এ ধরনের হুমকি মাথায় নিয়েই পরিকল্পনা তৈরি করেছেন কি, এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাশকতা সংঘটিত হয়েছিল। এ জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। কোন রকমের ঘটনা যাতে সংঘটিত না হতে পারে। এর মানে এই নয় যে, হুমকি আছে দেখে প্রস্তুত থাকি। হুমকি না থাকলেও প্রস্তুত থাকি। সব সময় আমরা প্রস্তুত আছি। মানুষের নিরাপত্তা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।’
রমনা বটমূলে নিরাপত্তার বিষয়ে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ইলেকট্রোড হিসেবে র্যাব আছে। দু’পক্ষের মধ্যে সমন্বয় কেমন আছে? জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ‘অবশ্যই সমন্বয় আছে। আমরা সমন্বয় সভা করি। সারা দেশব্যাপী বিভিন্ন জেলার মেট্রোপলিটনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্স এর সঙ্গে কাজ করি। সব জায়গায় সমন্বয় করে আমরা কাজ করছি।’
র্যাবের পক্ষে সারা দেশে নিরাপত্তা দেওয়া কি সম্ভব এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ‘সবার সঙ্গে সমন্বয় করে আমরা দায়িত্ব পালন করছি। ইতিপূর্বে সবার সঙ্গে মিলে আমরা সফলভাবে দায়িত্ব পালন করেছি।’
হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ভগ্নিপতি ও ভাগনে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মহদিরকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ছেরাগ আলী (৫৫) ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
১ মিনিট আগেঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
৩ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৯ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৯ মিনিট আগে