মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের হরিরামপুরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে রাজা বাদশাহ নামের বিশাল একটি ষাঁড়। উপজেলার চালা ইউনিয়নের রাজরা লাউতা গ্রামের নিজ বাড়িতে রাজা বাদশাহর দেখাশোনা করছেন কৃষক শাহজাহান ও তার স্ত্রী ফুলজান বেগম। ৩৩ মণ ওজনের রাজা বাদশাহকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।
সাদা-কালো রঙের মিশেলে ফ্রিজিয়ান জাতের ৪২ মাস বয়সী ষাঁড়টির নাম আদর করে রেখেছেন রাজা বাদশাহ, জানান স্বামী–স্ত্রী। ষাঁড়টি বিক্রির জন্য ১৫ লাখ টাকা দাম হাঁকাচ্ছেন শাহজাহান।
শাহজানের স্ত্রী ফুলজান বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘৪২ মাস আগে আমার নিজের বাড়িতে জন্ম রাজা বাদশাহর। শুরুর দিকে কিছুটা কম খরচ হলেও মায়ের দুধ বেশি খাইতো। তবে গত এক বছর ধরে প্রতি মাসে রাজা বাদশাহর পেছনে আমার ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত এক বছরে খাবার বাবদ প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এত বড় করেছি।’
শাহজাহান ও ফুলজান জানান, গরুটির খাবার তালিকায় এক বছরে ৬০০ বস্তা গমের ভুসি ছিল। এ ছাড়া ছিল ছোলা, খড়, তাজা ঘাস, ভুট্টা এমনকি মালটা ও আঙুরের মতো ফলও। নিয়ম করে দুই–তিন বেলা শ্যাম্পু দিয়ে রাজা বাদশাহকে করানো হয় গোসল। গরুটির যেন গরম না লাগে সে জন্য বড় একটি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে গোয়াল ঘরে। ষাঁড়টিকে এক নজর দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন বলে জানান তাঁরা।
হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আট ফুটের বেশি দৈর্ঘ্যের ও পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার রাজা বাদশাহকে ভালো দামে বিক্রি করতে পারলে লাভবান হবেন খামারি। আমরা নিয়মিত খামারির বাড়ি যাই ও খামারিকে পরামর্শ দিচ্ছি।’
মানিকগঞ্জের হরিরামপুরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে রাজা বাদশাহ নামের বিশাল একটি ষাঁড়। উপজেলার চালা ইউনিয়নের রাজরা লাউতা গ্রামের নিজ বাড়িতে রাজা বাদশাহর দেখাশোনা করছেন কৃষক শাহজাহান ও তার স্ত্রী ফুলজান বেগম। ৩৩ মণ ওজনের রাজা বাদশাহকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।
সাদা-কালো রঙের মিশেলে ফ্রিজিয়ান জাতের ৪২ মাস বয়সী ষাঁড়টির নাম আদর করে রেখেছেন রাজা বাদশাহ, জানান স্বামী–স্ত্রী। ষাঁড়টি বিক্রির জন্য ১৫ লাখ টাকা দাম হাঁকাচ্ছেন শাহজাহান।
শাহজানের স্ত্রী ফুলজান বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘৪২ মাস আগে আমার নিজের বাড়িতে জন্ম রাজা বাদশাহর। শুরুর দিকে কিছুটা কম খরচ হলেও মায়ের দুধ বেশি খাইতো। তবে গত এক বছর ধরে প্রতি মাসে রাজা বাদশাহর পেছনে আমার ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত এক বছরে খাবার বাবদ প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এত বড় করেছি।’
শাহজাহান ও ফুলজান জানান, গরুটির খাবার তালিকায় এক বছরে ৬০০ বস্তা গমের ভুসি ছিল। এ ছাড়া ছিল ছোলা, খড়, তাজা ঘাস, ভুট্টা এমনকি মালটা ও আঙুরের মতো ফলও। নিয়ম করে দুই–তিন বেলা শ্যাম্পু দিয়ে রাজা বাদশাহকে করানো হয় গোসল। গরুটির যেন গরম না লাগে সে জন্য বড় একটি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে গোয়াল ঘরে। ষাঁড়টিকে এক নজর দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন বলে জানান তাঁরা।
হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আট ফুটের বেশি দৈর্ঘ্যের ও পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার রাজা বাদশাহকে ভালো দামে বিক্রি করতে পারলে লাভবান হবেন খামারি। আমরা নিয়মিত খামারির বাড়ি যাই ও খামারিকে পরামর্শ দিচ্ছি।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৫ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৫ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৫ ঘণ্টা আগে