Ajker Patrika

খেলা নিয়ে রাষ্ট্রীয় সহায়তার ক্ষেত্র বাড়াতে হবে: ড. হোসেন জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৪: ৩৩
খেলা নিয়ে রাষ্ট্রীয় সহায়তার ক্ষেত্র বাড়াতে হবে: ড. হোসেন জিল্লুর রহমান

খেলা নিয়ে এখন রাষ্ট্রীয় পরিকল্পনা জরুরি এবং এ ক্ষেত্রে রাষ্ট্রীয় সহায়তার ক্ষেত্র আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন ব্র্যাকের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে হিমালয়ের ২০ হাজার ৭৭৪ ফুট উঁচু ডোলমা খাং পর্বতশিখর বিজয়ী বাংলাদেশি দলের সংবাদ সম্মেলন ও পতাকা প্রত্যর্পণ শীর্ষক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘এখানে অভিযাত্রীদের পাশাপাশি স্পনসররাও একটি স্পিরিট তৈরি করতে পেরেছেন। যাঁরা স্পনসর করেছেন, তারা সেখানে সশরীরে উপস্থিত না থাকলেও তাঁদের অনুপ্রেরণা ছিল। এটা একটি অনুপ্রেরণার পরীক্ষ। আর এই পরীক্ষায় তাঁরা জিতেছেন। বাংলাদেশ তার স্বাধীনতার নানা স্বপ্ন নিয়ে এগোচ্ছে।’ 

অভিযানের দলনেতা এম এ মুহিত বলেন, ‘এখানে আমরা অসাধারণ অভিজ্ঞতা অর্জন করি। এভারেস্টে অনেক বেশি মানুষ থাকে এবং লজিস্টিকস সাপোর্ট পাওয়া যায়, এখানে তেমন ছিল না। ফলে এই অভিযান আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। এ ধরনের অভিযান, আমাদের তরুণ প্রজন্মকে ধূমপান ও মাদক থেকে দূরে রাখবে।’ 

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, ‘এর আগে প্রেসক্লাবে এসে তাঁদের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। আজ সেই প্রেসক্লাবে দ্বিতীয়বার এসে তাঁদের সফল অভিযানের গল্প শুনে অসাধারণ লাগছে। এই অভিযাত্রীরা বাংলাদেশের নায়ক। এই অভিযানের আরেকটি সফলতা হলো দুই দেশের সাধারণ মানুষের মধ্যে একটি যোগাযোগ, পরিচিতি ও আন্তরিকতা তৈরি করেছে।’ 

মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব ও ইমাজিং নেপালের পরিকল্পনায় স্পনসর হিসেবে ছিল ইস্পাহানি টি লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড। এ ছাড়া ছিল বিমান বাংলাদেশ। এয়ারলাইনস ২৫ ভাগ ছাড়ে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা বিমান টিকিট দিয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুই অভিযাত্রী বাহলুল মজনু ও রিয়াসাদ সানভীসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত