অনলাইন ডেস্ক
শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ তৈরি করতে হবে। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে। এর মাধ্যমে শিক্ষা খাতের সমস্যার সমাধান করতে হবে।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জোনায়েদ সাকি।
জোনায়েদ সাকি বলেন, ‘যখন শিক্ষকদের দাবি নিয়ে প্রশ্ন আসে, আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আসে, তখন টাকা থাকে না। তাই এই অভ্যুত্থানের সরকারের কাছে এসব সমস্যা সমাধানের আশা করা যায় না। এ জন্য এই সরকারকে বলব, শিক্ষকদের সমস্যা দূর করতে দ্রুত উদ্যোগ নিতে হবে।’
এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, ‘শিক্ষকেরা থাকবেন ক্লাসে। তাঁরা রাস্তায় কেন? এই লজ্জা আমাদের সবার। দ্রুত তাঁদের সমস্যা সমাধান করার আহ্বান জানাই। তা ছাড়া দেশের সব শিশু যেন বিশেষ করে ১২ ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পারে, এ দায়িত্ব সরকারকে নিতে হবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আরও বলেন, ‘এই যে কতগুলো স্কুল বেসরকারিভাবে গড়ে উঠেছে, তারা এমপিওর দাবি করছে। আমরা চাই সরকার যেন বেতনের ৯০ ভাগ দেয়। দিনের পর দিন বছরের পর বছর শিক্ষকেরা বেতন পান না। অথচ স্কুলে এসব শিক্ষকের অধীনে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। শিক্ষকেরা যদি নিজেরা চলতে না পারেন, তাহলে কীভাবে শিক্ষাব্যবস্থা নিশ্চিত হবে। সুতরাং এই জায়গাগুলো আমাদের দায়িত্বশীলদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমি চাইব, এসব শিক্ষকের সঙ্গে সরকারের উপদেষ্টারা কথা বলবেন এবং তাঁদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবেন।’
শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ তৈরি করতে হবে। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে। এর মাধ্যমে শিক্ষা খাতের সমস্যার সমাধান করতে হবে।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জোনায়েদ সাকি।
জোনায়েদ সাকি বলেন, ‘যখন শিক্ষকদের দাবি নিয়ে প্রশ্ন আসে, আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আসে, তখন টাকা থাকে না। তাই এই অভ্যুত্থানের সরকারের কাছে এসব সমস্যা সমাধানের আশা করা যায় না। এ জন্য এই সরকারকে বলব, শিক্ষকদের সমস্যা দূর করতে দ্রুত উদ্যোগ নিতে হবে।’
এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, ‘শিক্ষকেরা থাকবেন ক্লাসে। তাঁরা রাস্তায় কেন? এই লজ্জা আমাদের সবার। দ্রুত তাঁদের সমস্যা সমাধান করার আহ্বান জানাই। তা ছাড়া দেশের সব শিশু যেন বিশেষ করে ১২ ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পারে, এ দায়িত্ব সরকারকে নিতে হবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আরও বলেন, ‘এই যে কতগুলো স্কুল বেসরকারিভাবে গড়ে উঠেছে, তারা এমপিওর দাবি করছে। আমরা চাই সরকার যেন বেতনের ৯০ ভাগ দেয়। দিনের পর দিন বছরের পর বছর শিক্ষকেরা বেতন পান না। অথচ স্কুলে এসব শিক্ষকের অধীনে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। শিক্ষকেরা যদি নিজেরা চলতে না পারেন, তাহলে কীভাবে শিক্ষাব্যবস্থা নিশ্চিত হবে। সুতরাং এই জায়গাগুলো আমাদের দায়িত্বশীলদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমি চাইব, এসব শিক্ষকের সঙ্গে সরকারের উপদেষ্টারা কথা বলবেন এবং তাঁদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবেন।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে