Ajker Patrika

নাসিক নির্বাচনে পরাজিত প্রার্থীর পুনরায় ভোটগ্রহণের আবেদন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নাসিক নির্বাচনে পরাজিত প্রার্থীর পুনরায় ভোটগ্রহণের আবেদন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি তুলে পুনরায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ করার আবেদন জানিয়েছেন এক কাউন্সিলর প্রার্থী। গত বুধবার নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবর এই আবেদন করেছেন ২৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান। 

আবেদনে কাউন্সিলর দুলাল বন্দরের কদম রসূল কলেজ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের আবেদন করেছেন। আবেদনে বলা হয়, গত ১৬ জানুয়ারি নির্বাচনের দিন উল্লেখিত কেন্দ্রে বহু ভোটারদের ফিংগার প্রিন্ট না মেলায় ভোট প্রদান করতে পারেননি। তাঁরা আইডি কার্ড নিয়ে এলেও তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। এ ছাড়া নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এতে মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। 

আবেদনে আরও বলা হয়, ‘আমাদের বিশ্বাস ওই কেন্দ্রে যদি ভোটদান করতে দেওয়া হতো এবং তা গণনা করা হতো, তাহলে আমি জয়লাভ করতাম। এমন অবস্থায় কদম রসূল কলেজে পুনরায় ভোট গ্রহণের আবেদন জানাচ্ছি। অন্যথায় দরখাস্তকারী ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।’ 

বিষয়টি নিশ্চিত করে দুলাল প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আমার বিষয়টি পরিষ্কার করে জানিয়েছি। বাকিটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে আমার বিশ্বাস মানুষ ভোট দিতে পারলে আমি জয়যুক্ত হতাম।’ 

উল্লেখ্য, ১৬ জানুয়ারি নির্বাচনে এই ওয়ার্ডে জয়লাভ করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা। তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানকে পরাজিত করেন। তার ৩ দিনের মাথায় একটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের আবেদন করেছেন দুলাল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত