Ajker Patrika

বংশালে ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় মিলেছে

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৫: ১৫
বংশালে ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় মিলেছে

বংশাল সিক্কাটুলী এলাকায় ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম আকাশ (২০)। সোমবার রাতে ওই যুবকের মা কাঞ্চন আক্তারসহ স্বজনেরা ঢাকা মেডিকেলে তাঁর মৃতদেহ শনাক্ত করেন। 

নিহত আকাশের বোনজামাই রফিকুল ইসলাম বলেন, নিহত যুবকের নাম আকাশ। বাবার নাম শাহজাহান আলী। তাঁদের বাসা গেন্ডারিয়ার লোহারপুল কেবি রোডে। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। দুই ভাই ও এক বোনের মধ্যে আকাশ ছিলেন বড়। 

রফিকুল আরও বলেন, `সৌদি আরবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আকাশ। বাবা শাহজাহান গেন্ডারিয়া এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। আকাশের মোবাইল ফোন থেকে থানার পুলিশ ফোন দিয়ে জানায়, আকাশকে কে বা কারা ছুরি মেরেছে, ঢাকা মেডিকেলে আছে। পরে হাসপাতালে এসে আকাশের মরদেহ দেখতে পাই। কারা, কেন আকাশকে হত্যা করেছে তা এখনো জানতে পারি নাই।' 

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) হাসান মাতুব্বর বলেন, মৃত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। রাতে যুবকের মাসহ স্বজনেরা হাসপাতালে ওই যুবকের মৃতদেহ শনাক্ত করেন। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। 

গতকাল সোমবার রাত সারে ৯টার দিকে সিক্কাটুলী বায়তুল আমান জামে মসজিদের সামনে ড্রেনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই যুবক। খবর পেয়ে বংশাল থানার পুলিশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান মাতুব্বর বলেন, `রাতে সিক্কাটুলী এলাকায় সিরা ডিউটিতে ছিলাম। এমন সময় খবর পাই বায়তুল আমান মসজিদের সামনে একটি মোটর গ্যারেজের সামনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে মোটর গ্যারেজের সামনে এক পা ড্রেনে পড়ে থাকা অবস্থায় দেখতে পাই। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত