Ajker Patrika

জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে ১ কৃষক নিহত

প্রতিনিধি
জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে ১ কৃষক নিহত

মধুপুরঃ ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে হজরত আলী (৫৫) নামের এক বর্গাচাষি নিহত হয়েছেন। গতকাল বুধবার (২১ এপ্রিল) ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালি ইউনিয়নের মঠবাড়ি গ্রামে।

নিহত হজরত আলী ধোপাখালি ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

ধোপাখালি ইউনিয়নের চেয়ারম্যান মো: আকবর আলী জানান, নিহত হজরত আলী বানিয়াবাড়ি গ্রামের ওয়াজেদ আলীর জমি বর্গা চাষ করত। গতকাল ইফতারের পূর্বে ওয়াজেদ আলীর সেচ পাম্প থেকে বর্গা নেওয়া জমিতে পানি সেচ দিতে যায়। এ সময় ধান ক্ষেতে আগে পানি দেওয়াকে কেন্দ্র করে জমি ও সেচ পাম্পের মালিক ওয়াজেদ আলীর সাথে হজরত আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রুপ নেয়। এ সময় ওয়াজেদ আলীর কিলঘুষিতে হজরত আলী গুরুতর আহত হন।

আহত হজরত আলী বাড়িতে গিয়ে ঘটনার বর্ণনা দেওয়ার সময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে মির্জাবাড়ী বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতেই হজরত আলীর স্ত্রী রেজিয়া বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওয়াজেদ আলীকে জনগণের সহযোগিতায় রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত