মাদারীপুর প্রতিনিধি
জামিন নিতে এসে আদালত চত্বর থেকে গ্রেপ্তার হয়েছেন এক ইউপি মেম্বার প্রার্থী। আজ রোববার বেলা ১২টায় সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েকজন সদস্য তাঁকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলা জজ কোর্টে। এ নিয়ে জেলা আইনজীবী সমিতি সংবাদ সম্মেলন করেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে আদালতে আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন আইনজীবীরা।
প্রত্যক্ষদর্শী ও মামলার নথি সূত্রে জানা যায়, গতকাল শনিবার কালকিনি আলীনগর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কালকিনি থানায় মামলা হয়। সেই মামলার প্রধান আসামি আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী নান্নু মোল্লা। মামলায় তাঁকেসহ ২৪ জনকে আসামি করা হয়েছে। আজ সকালে নান্নু মোল্লাসহ আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানির জন্য তাঁরা আদালত চত্বরেই অপেক্ষা করছিলেন। সকাল ১১টার দিকে সাদা পোশাকে ডিবি পুলিশের এসআই রশিদের নেতৃত্বে কয়েকজন সদস্য নান্নু মোল্লাকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই টেনে হিঁচড়ে ধরে নিয়ে যান।
ঘটনার পর এ বিষয়ে ব্যবস্থা নিতে আসামিপক্ষের আইনজীবী বর্তমান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদের কাছে আবেদন করেন।
নান্নু মোল্লার স্ত্রী শাহিনুর বেগম বলেন, আগামী ১১ নভেম্বর কালকিনি উপজেলার অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তাঁর স্বামী। তিনি বর্তমান মেম্বারও। তাঁর প্রতিপক্ষ প্রার্থী আমির হোসেন স্থানীয় খগেন্দ্র মণ্ডলের বাড়িতে গতকাল শনিবার হামলা ও ভাঙচুরের ঘটনা সাজিয়ে কালকিনি থানায় মামলা করেন। তাঁর স্বামীসহ ২৪ জনকে আসামি করে মামলা করা হয়। আসামিরাসহ আজ জামিনের আবেদন করে শুনানির জন্য আদালত চত্বরেই অপেক্ষায় ছিলাম। হঠাৎ সাদা পোশাকে কিছু লোক এসে আমার স্বামীকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে যায়।
বিকেল ৩টায় আইনজীবী সমিতিতে সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবাইদুর রহমান কালু খান প্রেস ব্রিফিংয়ে ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আদালত চত্বরে কোনো আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্য কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেন না। এমনকি গুরুতর অপরাধের আসামিকেও গ্রেপ্তার করা যায় না। নান্নু মোল্লাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। সঠিক ও নিরপেক্ষ তদন্ত করলেই ঘটনা সত্যতা পাওয়া যাবে।
এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি আল-মামুনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে পুলিশের মিডিয়া মুখপাত্রের সঙ্গে এ প্রতিবেদককে যোগাযোগ করতে বলেন।
জানতে চাইলে পুলিশ বিভাগের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, আদালত চত্বরে নয়, রাস্তা থেকে আসামি নান্নু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। একই দাবি করেছেন গ্রেপ্তারের নেতৃত্ব দেওয়া ডিবির এসআই শরীফ আবদুর রশিদ।
আসামিপক্ষের আইনজীবী বাবুল আক্তার এ ব্যাপারে বলেন, আদালত চত্বরে আসামি গ্রেপ্তারের বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন আকারে জানানো হয়েছে। এখনো ওই আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি বিচারক।
জামিন নিতে এসে আদালত চত্বর থেকে গ্রেপ্তার হয়েছেন এক ইউপি মেম্বার প্রার্থী। আজ রোববার বেলা ১২টায় সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েকজন সদস্য তাঁকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলা জজ কোর্টে। এ নিয়ে জেলা আইনজীবী সমিতি সংবাদ সম্মেলন করেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে আদালতে আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন আইনজীবীরা।
প্রত্যক্ষদর্শী ও মামলার নথি সূত্রে জানা যায়, গতকাল শনিবার কালকিনি আলীনগর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কালকিনি থানায় মামলা হয়। সেই মামলার প্রধান আসামি আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী নান্নু মোল্লা। মামলায় তাঁকেসহ ২৪ জনকে আসামি করা হয়েছে। আজ সকালে নান্নু মোল্লাসহ আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানির জন্য তাঁরা আদালত চত্বরেই অপেক্ষা করছিলেন। সকাল ১১টার দিকে সাদা পোশাকে ডিবি পুলিশের এসআই রশিদের নেতৃত্বে কয়েকজন সদস্য নান্নু মোল্লাকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই টেনে হিঁচড়ে ধরে নিয়ে যান।
ঘটনার পর এ বিষয়ে ব্যবস্থা নিতে আসামিপক্ষের আইনজীবী বর্তমান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদের কাছে আবেদন করেন।
নান্নু মোল্লার স্ত্রী শাহিনুর বেগম বলেন, আগামী ১১ নভেম্বর কালকিনি উপজেলার অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তাঁর স্বামী। তিনি বর্তমান মেম্বারও। তাঁর প্রতিপক্ষ প্রার্থী আমির হোসেন স্থানীয় খগেন্দ্র মণ্ডলের বাড়িতে গতকাল শনিবার হামলা ও ভাঙচুরের ঘটনা সাজিয়ে কালকিনি থানায় মামলা করেন। তাঁর স্বামীসহ ২৪ জনকে আসামি করে মামলা করা হয়। আসামিরাসহ আজ জামিনের আবেদন করে শুনানির জন্য আদালত চত্বরেই অপেক্ষায় ছিলাম। হঠাৎ সাদা পোশাকে কিছু লোক এসে আমার স্বামীকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে যায়।
বিকেল ৩টায় আইনজীবী সমিতিতে সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবাইদুর রহমান কালু খান প্রেস ব্রিফিংয়ে ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আদালত চত্বরে কোনো আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্য কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেন না। এমনকি গুরুতর অপরাধের আসামিকেও গ্রেপ্তার করা যায় না। নান্নু মোল্লাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। সঠিক ও নিরপেক্ষ তদন্ত করলেই ঘটনা সত্যতা পাওয়া যাবে।
এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি আল-মামুনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে পুলিশের মিডিয়া মুখপাত্রের সঙ্গে এ প্রতিবেদককে যোগাযোগ করতে বলেন।
জানতে চাইলে পুলিশ বিভাগের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, আদালত চত্বরে নয়, রাস্তা থেকে আসামি নান্নু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। একই দাবি করেছেন গ্রেপ্তারের নেতৃত্ব দেওয়া ডিবির এসআই শরীফ আবদুর রশিদ।
আসামিপক্ষের আইনজীবী বাবুল আক্তার এ ব্যাপারে বলেন, আদালত চত্বরে আসামি গ্রেপ্তারের বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন আকারে জানানো হয়েছে। এখনো ওই আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি বিচারক।
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১০ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১০ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১১ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
১১ ঘণ্টা আগে