Ajker Patrika

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ

জবি সংবাদদাতা 
আপডেট : ১২ জুলাই ২০২৪, ২১: ২৬
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ

কোটা সংস্কারের আন্দোলন ‘বাংলা ব্লকেড’ চলাকালে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে আজ শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 

বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে এই বিক্ষোভ শুরু হয়। তাঁরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নেন। ক্যাম্পাসের সামনে তাঁরা ৩০ মিনিটের মতো অবস্থান করেন। এ সময় সদরঘাট এলাকাসহ আশপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।   

এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা; কুবিতে হামলা কেন, প্রশাসন জবাব দে; চবিতে হামলা কেন, প্রশাসন জবাব দে; পুলিশ/হামলা/মামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না; দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক; সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।   

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া ইসলাম বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করে যাব। সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিল করে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রেখে সংসদে অবিলম্বে আইন পাস না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’   

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবি সরকারি চাকরিতে সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে রাজপথে আন্দোলন করছে। কিন্তু আমরা গতকাল দেখেছি আমাদের যৌক্তিক আন্দোলন চলাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই–বন্ধুদের ওপর হামলা করা হয়েছে। আমরা যৌক্তিক ও গণতান্ত্রিক আন্দোলন করছি, কিন্তু পুলিশ সেখানে হামলা করেছে। আমরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাই।’ 

আন্দোলনরত শিক্ষার্থীদের বর্তমান এক দফা দাবি হলো সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত