নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গায়ে কালো গাউন, মাথায় টুপি। আর মুখে এক চিলতে হাসি নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছিল মেয়েটি। নাম জিজ্ঞেস করতেই লাজুক মুখে বলল, ‘আমি পলিইই।’ পাশ থেকে ওর মা শুধরে দিলেন, ‘পলিইই না, বলো পরি।’ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মা সাদিয়া রহমান স্বর্ণার সঙ্গে এসেছিল ছোট্ট পরি। অনুষ্ঠানে আসা অন্য সবার মতো পোশাক পরা থাকলেও পরি নজর কাড়ছিল আলাদা করে।
পরির মা বলছিলেন, ‘সমাবর্তনে মেয়েরা আসে মা-বাবা অথবা স্বামীর সঙ্গে। আমি এসেছি আমার কন্যার সঙ্গে ৷ কারণ আমরাই আমাদের দুনিয়া। ও আমার সবচেয়ে আপন, আর আমি ওর।’
সাদিয়া রহমান জানান, তিনি সিঙ্গেল মাদার। এমবিএ শেষ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিন্তু পরির জন্মের পর চাকরিটা ছেড়ে দেন। তার বছর খানেক পর পরির বাবা তাদের কাছ থেকে আলাদা হয়ে যান। পরির কোনো খোঁজ খবরও নেন না ওর বাবা।
সাদিয়া বলেন, ‘পরির বাবা থেকেও নেই। ওর আছি আমি, আর আমার আছে ও।’
সমাবর্তনে স্নাতকোত্তর ডিগ্রিধারী মায়ের আনন্দ ছুঁয়ে যাচ্ছিল মেয়েকেও। আজকের পত্রিকাকে সাদিয়া বলেন, ‘আজ অনেক দিন পরে মেয়েটাকে এত আনন্দ করতে দেখছি। ওর খুশিতেই আমার খুশি।’
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিদ, লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০২ জন শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের নিজ নিজ অর্জিত ডিগ্রি গ্রহণ করেন। সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম এবং উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অবঃ) কাজী ফকরুদ্দীন আহমেদ সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন।
গায়ে কালো গাউন, মাথায় টুপি। আর মুখে এক চিলতে হাসি নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছিল মেয়েটি। নাম জিজ্ঞেস করতেই লাজুক মুখে বলল, ‘আমি পলিইই।’ পাশ থেকে ওর মা শুধরে দিলেন, ‘পলিইই না, বলো পরি।’ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মা সাদিয়া রহমান স্বর্ণার সঙ্গে এসেছিল ছোট্ট পরি। অনুষ্ঠানে আসা অন্য সবার মতো পোশাক পরা থাকলেও পরি নজর কাড়ছিল আলাদা করে।
পরির মা বলছিলেন, ‘সমাবর্তনে মেয়েরা আসে মা-বাবা অথবা স্বামীর সঙ্গে। আমি এসেছি আমার কন্যার সঙ্গে ৷ কারণ আমরাই আমাদের দুনিয়া। ও আমার সবচেয়ে আপন, আর আমি ওর।’
সাদিয়া রহমান জানান, তিনি সিঙ্গেল মাদার। এমবিএ শেষ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিন্তু পরির জন্মের পর চাকরিটা ছেড়ে দেন। তার বছর খানেক পর পরির বাবা তাদের কাছ থেকে আলাদা হয়ে যান। পরির কোনো খোঁজ খবরও নেন না ওর বাবা।
সাদিয়া বলেন, ‘পরির বাবা থেকেও নেই। ওর আছি আমি, আর আমার আছে ও।’
সমাবর্তনে স্নাতকোত্তর ডিগ্রিধারী মায়ের আনন্দ ছুঁয়ে যাচ্ছিল মেয়েকেও। আজকের পত্রিকাকে সাদিয়া বলেন, ‘আজ অনেক দিন পরে মেয়েটাকে এত আনন্দ করতে দেখছি। ওর খুশিতেই আমার খুশি।’
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিদ, লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০২ জন শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের নিজ নিজ অর্জিত ডিগ্রি গ্রহণ করেন। সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম এবং উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অবঃ) কাজী ফকরুদ্দীন আহমেদ সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
৪০ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
৪১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
৪২ মিনিট আগে