নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গায়ে কালো গাউন, মাথায় টুপি। আর মুখে এক চিলতে হাসি নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছিল মেয়েটি। নাম জিজ্ঞেস করতেই লাজুক মুখে বলল, ‘আমি পলিইই।’ পাশ থেকে ওর মা শুধরে দিলেন, ‘পলিইই না, বলো পরি।’ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মা সাদিয়া রহমান স্বর্ণার সঙ্গে এসেছিল ছোট্ট পরি। অনুষ্ঠানে আসা অন্য সবার মতো পোশাক পরা থাকলেও পরি নজর কাড়ছিল আলাদা করে।
পরির মা বলছিলেন, ‘সমাবর্তনে মেয়েরা আসে মা-বাবা অথবা স্বামীর সঙ্গে। আমি এসেছি আমার কন্যার সঙ্গে ৷ কারণ আমরাই আমাদের দুনিয়া। ও আমার সবচেয়ে আপন, আর আমি ওর।’
সাদিয়া রহমান জানান, তিনি সিঙ্গেল মাদার। এমবিএ শেষ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিন্তু পরির জন্মের পর চাকরিটা ছেড়ে দেন। তার বছর খানেক পর পরির বাবা তাদের কাছ থেকে আলাদা হয়ে যান। পরির কোনো খোঁজ খবরও নেন না ওর বাবা।
সাদিয়া বলেন, ‘পরির বাবা থেকেও নেই। ওর আছি আমি, আর আমার আছে ও।’
সমাবর্তনে স্নাতকোত্তর ডিগ্রিধারী মায়ের আনন্দ ছুঁয়ে যাচ্ছিল মেয়েকেও। আজকের পত্রিকাকে সাদিয়া বলেন, ‘আজ অনেক দিন পরে মেয়েটাকে এত আনন্দ করতে দেখছি। ওর খুশিতেই আমার খুশি।’
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিদ, লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০২ জন শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের নিজ নিজ অর্জিত ডিগ্রি গ্রহণ করেন। সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম এবং উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অবঃ) কাজী ফকরুদ্দীন আহমেদ সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন।
গায়ে কালো গাউন, মাথায় টুপি। আর মুখে এক চিলতে হাসি নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছিল মেয়েটি। নাম জিজ্ঞেস করতেই লাজুক মুখে বলল, ‘আমি পলিইই।’ পাশ থেকে ওর মা শুধরে দিলেন, ‘পলিইই না, বলো পরি।’ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মা সাদিয়া রহমান স্বর্ণার সঙ্গে এসেছিল ছোট্ট পরি। অনুষ্ঠানে আসা অন্য সবার মতো পোশাক পরা থাকলেও পরি নজর কাড়ছিল আলাদা করে।
পরির মা বলছিলেন, ‘সমাবর্তনে মেয়েরা আসে মা-বাবা অথবা স্বামীর সঙ্গে। আমি এসেছি আমার কন্যার সঙ্গে ৷ কারণ আমরাই আমাদের দুনিয়া। ও আমার সবচেয়ে আপন, আর আমি ওর।’
সাদিয়া রহমান জানান, তিনি সিঙ্গেল মাদার। এমবিএ শেষ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিন্তু পরির জন্মের পর চাকরিটা ছেড়ে দেন। তার বছর খানেক পর পরির বাবা তাদের কাছ থেকে আলাদা হয়ে যান। পরির কোনো খোঁজ খবরও নেন না ওর বাবা।
সাদিয়া বলেন, ‘পরির বাবা থেকেও নেই। ওর আছি আমি, আর আমার আছে ও।’
সমাবর্তনে স্নাতকোত্তর ডিগ্রিধারী মায়ের আনন্দ ছুঁয়ে যাচ্ছিল মেয়েকেও। আজকের পত্রিকাকে সাদিয়া বলেন, ‘আজ অনেক দিন পরে মেয়েটাকে এত আনন্দ করতে দেখছি। ওর খুশিতেই আমার খুশি।’
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিদ, লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০২ জন শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের নিজ নিজ অর্জিত ডিগ্রি গ্রহণ করেন। সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম এবং উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অবঃ) কাজী ফকরুদ্দীন আহমেদ সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
৩ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে