দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহারে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে পালামগঞ্জের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল (২৪) উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশী গ্রামের আলী ব্যাপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. তারেক বলেন, ‘আজ সকালে আমার দোকানে চা খাচ্ছিলেন নাজমুল। এ সময় তিন যুবক একটি মোটরসাইকেলে এসে চায়ের দোকানে ঢুকে নাজমুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। নাজমুল নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
প্রত্যক্ষদর্শী মিলন জানান, ঘাতকদের মধ্যে রনি নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। নিহতের পরিবারেরও দাবি রনি নাজমুলকে হত্যা করেছে।
এ বিষয়ে নিহত নাজমুলের মা নাছিমা বেগম বলেন, ‘আমার ছেলে সকালে ঘরে শুয়েছিল। পরে চা খাওয়া জন্য বের হয়। চায়ের দোকানে রনিসহ বেশ কয়েকজন এসে আমার ছেলেকে ধারালো ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে।’
তাঁদের সঙ্গে আগে কোনো ঝামেলা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রনির সঙ্গে আগে ঝামেলা ছিল, কিন্তু সেটা মীমাংসা করা হয়েছে। রনিরা আমার ছেলেকে মেরে ফেলেছে—এর বিচার চাই আমি।’
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। আসামিদের ধরতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানান দোহার আর্মি ক্যাম্পের জেসিও জহিরুল ইসলাম।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। হত্যায় জড়িত সন্দেহভাজন রনির বাবা চান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা পাঠানো হয়েছে।
ঢাকার দোহারে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে পালামগঞ্জের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল (২৪) উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশী গ্রামের আলী ব্যাপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. তারেক বলেন, ‘আজ সকালে আমার দোকানে চা খাচ্ছিলেন নাজমুল। এ সময় তিন যুবক একটি মোটরসাইকেলে এসে চায়ের দোকানে ঢুকে নাজমুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। নাজমুল নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
প্রত্যক্ষদর্শী মিলন জানান, ঘাতকদের মধ্যে রনি নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। নিহতের পরিবারেরও দাবি রনি নাজমুলকে হত্যা করেছে।
এ বিষয়ে নিহত নাজমুলের মা নাছিমা বেগম বলেন, ‘আমার ছেলে সকালে ঘরে শুয়েছিল। পরে চা খাওয়া জন্য বের হয়। চায়ের দোকানে রনিসহ বেশ কয়েকজন এসে আমার ছেলেকে ধারালো ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে।’
তাঁদের সঙ্গে আগে কোনো ঝামেলা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রনির সঙ্গে আগে ঝামেলা ছিল, কিন্তু সেটা মীমাংসা করা হয়েছে। রনিরা আমার ছেলেকে মেরে ফেলেছে—এর বিচার চাই আমি।’
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। আসামিদের ধরতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানান দোহার আর্মি ক্যাম্পের জেসিও জহিরুল ইসলাম।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। হত্যায় জড়িত সন্দেহভাজন রনির বাবা চান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা পাঠানো হয়েছে।
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে মনোয়ারা বেগম সুপ্তি নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কেডিএ ময়ূরী আবাসিক এলাকার ওই ভবনের বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অন্তত ১৫ জন শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় বিভাগটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্ত শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে সুখাইজুড়ি নদীর ওপর নির্মিত সাড়ে ৭ কোটি টাকার সেতুর সংযোগ সড়ক দেবে যাওয়া ও কাঁচা রাস্তা থাকায় কোনো কাজে আসছে না সেতুটি। ফলে তিনটি ইউনিয়নের প্রায় ১০-১২ হাজার মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সেতু ও সংযোগ সড়কের কাজ নিম্নমানের হওয়ায় কিছুদিন পরপর দেবে যাচ্ছে।
৩৫ মিনিট আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রী ও এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, তাঁদের রাতভর ঘরে আটকে নির্যাতনের পর সকালে আবারও বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। ২১ সেপ্টেম্বর এ ঘটনার একাধিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক...
৩৮ মিনিট আগে