Ajker Patrika

আমগাছে ঝুলছিল মুয়াজ্জিনের লাশ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৬: ২০
আমগাছে ঝুলছিল মুয়াজ্জিনের লাশ

ফরিদপুরের সালথায় আমগাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধ স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বরত ছিলেন। পরিবার বলছে, বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন তিনি।

আজ শুক্রবার সকালে গলায় রশি প্যাঁচানো অবস্থায় আমগাছে তাঁর মরদেহ ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ওই বৃদ্ধের নাম আফজাল মোল্লা ওরফে লাখু মোল্লা (৭৫)। তিনি উপজেলার ইউসুফদিয়া উত্তরপাড়ার ভদ্রপাড়া এলাকার মৃত সমুজুদ্দিন মোল্লার ছেলে।

লাখু মোল্লার ছেলে কাইয়ূম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ ছাড়া তিনি স্থানীয় ইউসুফদিয়া মোল্লাবাড়ী জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। কারও সঙ্গে কখনো বিবাদে জড়াতেন না বাবা।’

স্থানীয়রা বলছে, লাখু মোল্লা দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝেই নির্জন জঙ্গল ও জমির মাঠে গিয়ে একাকী ঘুমিয়ে থাকতেন। আজ সকালে গলায় নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় আমগাছের ডালে ঝুলতে দেখা যায়।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত