মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় টানা ১২ ঘণ্টা উদ্ধার অভিযান বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধার অভিযান কার্যক্রম শুরু হয়। তিন ঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে ১১টায় ডুবে থাকা একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ১০টায় উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে।
এদিকে জাহাজ প্রত্যয় এখনো পাটুরিয়া ঘাটে না আসায় উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। উদ্ধার অভিযান যৌথভাবে পরিচালনা করছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফেরিডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৫টি ট্রাক। ট্রাকগুলো ফেরির নিচে বা আশপাশে চাপা পড়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। আরও ৫টি ট্রাক পদ্মা নদীর বিভিন্ন এলাকায় শনাক্ত করে রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অথোরিটি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) শরিফুল ইসলাম বলেন, ‘পদ্মায় ফেরিডুবির পরপরই তাঁরা উদ্ধার অভিযান শুরু করেন। দিনব্যাপী উদ্ধার অভিযানে ফেরির ভেতর থেকে চারটি ট্রাক উদ্ধার করা হয়।’
ফেরিতে আটকে রয়েছে আরও ৫টি ট্রাক। ফেরির ভেতরের ট্রাকগুলো উদ্ধার শেষে পদ্মায় ডুবে যাওয়া অপর ৫টি ট্রাক উদ্ধার করা হবে। খুব অল্প সময়ের মধ্যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় উদ্ধার অভিযানে সংযুক্ত হবে বলে জানান তিনি।
এদিকে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ লতিফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় টানা ১২ ঘণ্টা উদ্ধার অভিযান বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধার অভিযান কার্যক্রম শুরু হয়। তিন ঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে ১১টায় ডুবে থাকা একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ১০টায় উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে।
এদিকে জাহাজ প্রত্যয় এখনো পাটুরিয়া ঘাটে না আসায় উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। উদ্ধার অভিযান যৌথভাবে পরিচালনা করছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফেরিডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৫টি ট্রাক। ট্রাকগুলো ফেরির নিচে বা আশপাশে চাপা পড়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। আরও ৫টি ট্রাক পদ্মা নদীর বিভিন্ন এলাকায় শনাক্ত করে রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অথোরিটি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) শরিফুল ইসলাম বলেন, ‘পদ্মায় ফেরিডুবির পরপরই তাঁরা উদ্ধার অভিযান শুরু করেন। দিনব্যাপী উদ্ধার অভিযানে ফেরির ভেতর থেকে চারটি ট্রাক উদ্ধার করা হয়।’
ফেরিতে আটকে রয়েছে আরও ৫টি ট্রাক। ফেরির ভেতরের ট্রাকগুলো উদ্ধার শেষে পদ্মায় ডুবে যাওয়া অপর ৫টি ট্রাক উদ্ধার করা হবে। খুব অল্প সময়ের মধ্যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় উদ্ধার অভিযানে সংযুক্ত হবে বলে জানান তিনি।
এদিকে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ লতিফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৯ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৩ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
২৪ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
৩৮ মিনিট আগে