Ajker Patrika

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫২
বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

হঠাৎ করেই ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টা থেকে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে এবং ১টার দিকে হঠাৎ করেই ঝোড়ো বাতাস বইতে শুরু করে। এ সময় উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। দুর্ঘটনা এড়াতে নৌ-রুটের সব লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়।

এদিকে ফেরিঘাট সূত্র জানিয়েছে, হঠাৎ করে ঝোড়ো বাতাস শুরু হওয়ায় চলাচলরত ফেরিগুলো নৌপথের বিভিন্ন স্থানে নিরাপদে রয়েছে। এ ছাড়া পরিবহন লোড করে ঘাটে অবস্থান করছে অন্যান্য ফেরি।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘দুপুর ১টা থেকে বৈরী আবহাওয়ার কারণে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাটে যাত্রীরা ঝোড়ো বাতাস ও বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত