Ajker Patrika

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেকেন মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সেকেন মোল্লাকে তাঁর বাড়ি থেকে কোটালীপাড়া থানা-পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। সেকেন মোল্লা উপজেলার ফেরধরা গ্রামের মৃত কালু মোল্লার ছেলে। 

ওই স্কুলছাত্রীর বাবা বলেন, আমি বাড়িতে না থাকার কারণে অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে। এ ঘটনার সঠিক বিচারের দাবি জানাচ্ছি। 

গ্রেপ্তারকৃত সেকেন মোল্লা বলেন, আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। 

কোটালীপাড়া থানার এসআই মো. রাজ্জাক হোসেন খান বলেন, ধর্ষণ চেষ্টার শিকার ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে সেকেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এসআই আরও বলেন, গত ১৭ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রী বাড়ির পাশের খালপাড়ে শাক তুলতে গেলে সেখানে সেকেন মোল্লা তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সেকেন মোল্লা পালিয়ে যান। আজ ওই স্কুলছাত্রীর বাবা কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করলে সেকেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত