উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন—উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. সানি (১৭), একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী মো. আরাফাত (১৬)। এছাড়া বাকি দুজন হলেন মো. নাঈম (১৮) ও হামজা (১৮)। তাঁদের পরিচয় জানা যায়নি।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উত্তরা ৬ নং সেক্টরের কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
গাজীপুর বোর্ড বাজারের তামিরুল উম্মাহ মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্র ও উত্তরা ৮ নং সেক্টরের বাসিন্দা আলী হাসান রিফাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কিছু বন্ধু কুয়েত মৈত্রী হাসপাতালের পাশে বসে পেইন্টিং করার জন্য আলোচনা করছিল। এর ৩-৪ মিনিটের মধ্যেই দেওয়ান সিটি রোড থেকে ছাত্রলীগের ৩০-৪০ জন আসে। ওদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র ছিল। কিন্তু আমার বন্ধুদের সঙ্গে কিছুই ছিল না। শুধুমাত্র গলায় শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড ছিল।’
‘ছাত্রলীগ এসে হঠাৎ করে আমার বন্ধুদের মারা শুরু করে। ওই সময় সানিকে মেরে মাথা ফাটিয়ে ফেলে আরাফাত ও নাঈমের শরীরের বিভিন্ন স্থানে এবং হামজা হাতে আঘাত পায়।’
তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা কয়েকজন বড় ভাইদের নিয়ে সানিকে দেখতে হাসপাতালে যাই। পরে সানির কাছ থেকে জেনে কুয়েত মৈত্রী হাসপাতালের ওখানে গিয়ে ছাত্রলীগের পোলাপানকে ধাওয়া দেই। ওরা দেওয়ান সিটি রোডের দিকে পালিয়ে যায়।’
রিফাত বলেন, ‘এদিকে আমরা যখন কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন আমাদের দুজন বন্ধু নাঈম ও আরাফাতকে ছাত্রলীগের পোলাপানরা মারধর করে। ওই সময় আমি কিছু বুঝতে না পেরে ফেসবুকে পোস্ট দেই। সেই সঙ্গে সেনাবাহিনীকে কল দেই। তারপর সেনাবাহিনী এলে আমরা ছাত্রলীগের তিনজনকে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দেই। সেই সঙ্গে আমাদের আহত এক বন্ধুসহ দুজনকে সেনাবাহিনী বিস্তারিত জানার জন্য নিয়ে গেছে।’
এ বিষয়ে থানা-পুলিশ ও সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সেনাবাহিনী ওই এলাকার সিসি টিভি ক্যামেরা তল্লাশি চালাচ্ছে। মূল ঘটনা কী এবং কারা কীভাবে হামলা করেছে, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন—উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. সানি (১৭), একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী মো. আরাফাত (১৬)। এছাড়া বাকি দুজন হলেন মো. নাঈম (১৮) ও হামজা (১৮)। তাঁদের পরিচয় জানা যায়নি।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উত্তরা ৬ নং সেক্টরের কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
গাজীপুর বোর্ড বাজারের তামিরুল উম্মাহ মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্র ও উত্তরা ৮ নং সেক্টরের বাসিন্দা আলী হাসান রিফাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কিছু বন্ধু কুয়েত মৈত্রী হাসপাতালের পাশে বসে পেইন্টিং করার জন্য আলোচনা করছিল। এর ৩-৪ মিনিটের মধ্যেই দেওয়ান সিটি রোড থেকে ছাত্রলীগের ৩০-৪০ জন আসে। ওদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র ছিল। কিন্তু আমার বন্ধুদের সঙ্গে কিছুই ছিল না। শুধুমাত্র গলায় শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড ছিল।’
‘ছাত্রলীগ এসে হঠাৎ করে আমার বন্ধুদের মারা শুরু করে। ওই সময় সানিকে মেরে মাথা ফাটিয়ে ফেলে আরাফাত ও নাঈমের শরীরের বিভিন্ন স্থানে এবং হামজা হাতে আঘাত পায়।’
তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা কয়েকজন বড় ভাইদের নিয়ে সানিকে দেখতে হাসপাতালে যাই। পরে সানির কাছ থেকে জেনে কুয়েত মৈত্রী হাসপাতালের ওখানে গিয়ে ছাত্রলীগের পোলাপানকে ধাওয়া দেই। ওরা দেওয়ান সিটি রোডের দিকে পালিয়ে যায়।’
রিফাত বলেন, ‘এদিকে আমরা যখন কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন আমাদের দুজন বন্ধু নাঈম ও আরাফাতকে ছাত্রলীগের পোলাপানরা মারধর করে। ওই সময় আমি কিছু বুঝতে না পেরে ফেসবুকে পোস্ট দেই। সেই সঙ্গে সেনাবাহিনীকে কল দেই। তারপর সেনাবাহিনী এলে আমরা ছাত্রলীগের তিনজনকে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দেই। সেই সঙ্গে আমাদের আহত এক বন্ধুসহ দুজনকে সেনাবাহিনী বিস্তারিত জানার জন্য নিয়ে গেছে।’
এ বিষয়ে থানা-পুলিশ ও সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সেনাবাহিনী ওই এলাকার সিসি টিভি ক্যামেরা তল্লাশি চালাচ্ছে। মূল ঘটনা কী এবং কারা কীভাবে হামলা করেছে, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
কুষ্টিয়ায় ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় শাহিন ইসলাম (৩০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নোয়াখালীর সুধারাম উপজেলার হাউজিং সেন্টার রোড থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
১ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
৩০ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৮ ঘণ্টা আগে