সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ম না মানা, ওভারটেকিং ও মধ্যরাতে বেপরোয়া গতিতে যানবাহন চালানোর অভিযোগে মুন্সিগঞ্জে অর্ধশতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। হাইওয়ে পুলিশ এই মামলা করে। এ সময় চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস না থাকায় চারটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা তৈরির জন্য মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় একের পর এক দুর্ঘটনায় উদ্বিগ্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে গভীর রাতে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের ৮টি, জেলা পুলিশের তিনটি ও র্যাব-১০-এর একটি টহল গাড়ি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। পরে ধলেশ্বরী টোল প্লাজায় ফিটনেস ও লাইসেন্সবিহীন পরিবহন এবং সড়কের গতি নির্দেশনা অমান্য করার অভিযোগে বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়।
ওসি আরও বলেন, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ। সড়কের নিয়ম-শৃঙ্খলা অমান্য করলেই নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। এতে নিয়মিত মামলা দেওয়ার পাশাপাশি জব্দ করা হচ্ছে বিভিন্ন যানবাহন।
উল্লেখ্য, গত দুই সপ্তাহে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৭ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ম না মানা, ওভারটেকিং ও মধ্যরাতে বেপরোয়া গতিতে যানবাহন চালানোর অভিযোগে মুন্সিগঞ্জে অর্ধশতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। হাইওয়ে পুলিশ এই মামলা করে। এ সময় চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস না থাকায় চারটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা তৈরির জন্য মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় একের পর এক দুর্ঘটনায় উদ্বিগ্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে গভীর রাতে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের ৮টি, জেলা পুলিশের তিনটি ও র্যাব-১০-এর একটি টহল গাড়ি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। পরে ধলেশ্বরী টোল প্লাজায় ফিটনেস ও লাইসেন্সবিহীন পরিবহন এবং সড়কের গতি নির্দেশনা অমান্য করার অভিযোগে বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়।
ওসি আরও বলেন, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ। সড়কের নিয়ম-শৃঙ্খলা অমান্য করলেই নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। এতে নিয়মিত মামলা দেওয়ার পাশাপাশি জব্দ করা হচ্ছে বিভিন্ন যানবাহন।
উল্লেখ্য, গত দুই সপ্তাহে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৭ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে