নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনুমোদনহীন ইলেকট্রোলাইট ড্রিংকস বাজারজাত করার অপরাধে কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রাফসান ব্লু–ড্রিংকস নামের একটি ইলেকট্রোলাইট পানীয় বাজারজাত করে আসছিলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। এর আগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক কামরুল হোসেন তার বিরুদ্ধে আদালতে একটি আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, ‘ব্লু ড্রিংকস’ এর কোনো অনুমোদন নেই। ওষুধ প্রশাসনও জানে না ‘ব্লু ড্রিংকস’ ওষুধ নাকি পানীয়। এরই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
খাদ্য পরিদর্শক কামরুল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।’
জানা গেছে, রাফসানের এই প্রতিষ্ঠানটি কুমিল্লার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটি মোড়ক জাতকরণ নিবন্ধন না নিয়ে তাদের উৎপাদিত ‘ইলেকট্রোলাইট ড্রিংক’ পণ্য প্রস্তুত করে আসছিল। কারখানাটিতে কোনো পরিমাপ যন্ত্রও ছিল না। যার ফলে এখানে হাতে করে ড্রিংকসগুলো বোতলজাতকরণ করা হচ্ছিল। গত ২৪ এপ্রিল কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে একটি দল মেসার্স ব্লু-ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করেন। তাঁরা প্রতিষ্ঠানটির অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করেন।
গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইট এই ড্রিংকস বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর রাফসান। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাত শুরু করেন তিনি। দেশব্যাপী ডিলার নিয়োগ দেওয়া হয়।
আরও খবর পড়ুন:
অনুমোদনহীন ইলেকট্রোলাইট ড্রিংকস বাজারজাত করার অপরাধে কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রাফসান ব্লু–ড্রিংকস নামের একটি ইলেকট্রোলাইট পানীয় বাজারজাত করে আসছিলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। এর আগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক কামরুল হোসেন তার বিরুদ্ধে আদালতে একটি আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, ‘ব্লু ড্রিংকস’ এর কোনো অনুমোদন নেই। ওষুধ প্রশাসনও জানে না ‘ব্লু ড্রিংকস’ ওষুধ নাকি পানীয়। এরই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
খাদ্য পরিদর্শক কামরুল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।’
জানা গেছে, রাফসানের এই প্রতিষ্ঠানটি কুমিল্লার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটি মোড়ক জাতকরণ নিবন্ধন না নিয়ে তাদের উৎপাদিত ‘ইলেকট্রোলাইট ড্রিংক’ পণ্য প্রস্তুত করে আসছিল। কারখানাটিতে কোনো পরিমাপ যন্ত্রও ছিল না। যার ফলে এখানে হাতে করে ড্রিংকসগুলো বোতলজাতকরণ করা হচ্ছিল। গত ২৪ এপ্রিল কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে একটি দল মেসার্স ব্লু-ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করেন। তাঁরা প্রতিষ্ঠানটির অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করেন।
গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইট এই ড্রিংকস বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর রাফসান। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাত শুরু করেন তিনি। দেশব্যাপী ডিলার নিয়োগ দেওয়া হয়।
আরও খবর পড়ুন:
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৩ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৮ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৩ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে